• ভানুকুমারীতে মাদক সহ গ্রেপ্তার ২, তৃণমূল-বিজেপি চাপানউতোর
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তুফানগঞ্জ: তুফানগঞ্জে দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের মধ্যে একজন বিজেপির সক্রিয় কর্মী, এই দাবি করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, ধৃত যুবক একসময় গেরুয়া শিবিরে থাকলেও এখন তার সঙ্গে দলের কোনও যোগ নেই। তৃণমূল শিবিরে গিয়েছে ওই যুবক। এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল-বিজেপির রাজনৈতিক চাপানউতোর।  তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারী-১ গ্রাম পঞ্চায়েতের স্বামীজি সঙ্ঘ মোড়ে রবিবার রাতে ওত পেতে বসেছিল পুলিস। বাইকে দুই যুবক আসতেই পুলিস আটকে জিজ্ঞাসাবাদ করার পর হাতেনাতে ধরে ফেলে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল সুবীর দত্ত ও মুন্না ঘোষ। তাদের বাড়ি বক্সিরহাটের মদনমোহনপাড়া ও আলিপুরদুয়ার জেলার শোভাগঞ্জে। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৮৩ গ্রাম ইয়বা ট্যাবলেট ও ১৪ গ্রাম হেরোইন মিলেছে। অসম থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে মাদক নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিস। এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বলেন, মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এদিকে, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের দাবি, ধৃত সুবীর দত্ত তুফানগঞ্জ বিধানসভার ৩ নম্বর মণ্ডল যুব মোর্চার সহ সভাপতির দায়িত্বে ছিলেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে এই গ্রেপ্তারি নিয়ে স্বাভাবিকভাবে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের তুফানগঞ্জ-২ ব্লক সহ সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন সরকার। তিনি বলেন, বিজেপি শিবির সমাজবিরোধীদের আশ্রয়স্থল। এই যুব মোর্চার নেতার সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, পুলিস তা খতিয়ে দেখুক। মাদকের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আর এরাই হল বিজেপির সম্পদ। যদিও এ নিয়ে বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কনভেনর বিমল পালের সাফাই, ধৃত সুবীরের সঙ্গে দলের এখন কোনও যোগ নেই। বর্তমানে সে তৃণমূলের সঙ্গে যুক্ত। আসলে তৃণমূল মিথ্যা অভিযোগ করে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।
  • Link to this news (বর্তমান)