• খড়দহের আবাসনে অস্ত্রভান্ডার! উদ্ধার ১৫টি আগ্নেয়াস্ত্র আর হাজার রাউন্ড গুলি, পুলিশি তদন্তে আর কী কী উঠে এল
    আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
  • খড়দহের একটি আবাসন থেকে উদ্ধার হল বিপুল অস্ত্র। অভিযান চালিয়ে ওই আবাসন থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার রাউন্ড গুলি উদ্ধার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর। পাশাপাশিই উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা।

    পুলিশ সূত্রে খবর, লিটন মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধকে পাকড়াও করা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, তিনি পুরুলিয়া থেকে ওই অস্ত্র নিয়ে এসেছিলেন। মুঙ্গেরের এক অস্ত্র ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেই তাঁর হদিস পায় পুলিশ। তার পরেই সোমবার ভোরে অভিযান চালানো হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিটনের কাছ থেকে পাঁচটি লং রাইফেল, একটি নাইন এমএম, দু’টি সেভেন এমএম, তিনটি রিভলভার, তিনটি ওয়ান শাটার এবং ৯০৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। মিলেছে অস্ত্র বানানো মেশিনও। এ ছাড়াও ২৪৮ গ্রাম সোনা, ১ লাখ ৪৫ হাজার নগদ অর্থও উদ্ধার করেছে পুলিশ। একটি ডেবিট কার্ড সোয়াইপ মেশিনও মিলেছে।

    তদন্তকারীরা জানতে পেরেছেন, ৬৬ বছরের লিটন আসলে পানিহাটির বাসিন্দা। ২০০৬ সালে একবার অস্ত্র আইনে গ্রেফতার হয়েছিলেন তিনি। খড়দহ থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। ২০২০ সালে খ়ড়দহের রিজেন্ট পার্কের একটি আবাসনে ফ্ল্যাট কেনেন লিটন। সেখান থেকেই ওই অস্ত্রভান্ডার মিলেছে।
  • Link to this news (আনন্দবাজার)