অভিষেককে নিয়ে মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে শুভেন্দুকে! অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল আদালত
আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও রকম মানহানিকর মন্তব্য করতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের করা মামলায় অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল আলিপুর আদালত। শুধু তা—ই নয়, সময় বেঁধে দিয়ে শুভেন্দুর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন নিষেধাজ্ঞা জারি করবে না আদালত? আগামী ১৯ অগস্টের মধ্যে শুভেন্দুকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে আদালত। সেই দিন পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা।
অভিষেক তাঁর মামলায় গত ২৬ জুন শুভেন্দুর একটি সাংবাদিক বৈঠকের কথা উল্লেখ করেছিলেন। ওই সাংবাদিক বৈঠক থেকে ডায়মন্ড হারবারের সাংসদকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেন। শুধু তা-ই নয়, তৃণমূল সাংসদের আবেদন অনুযায়ী, শুভেন্দু দাবি করেছেন অভিষেকের কারণে দক্ষিণ ২৪ পরগনায় সন্ত্রাসের মাত্রা বেড়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অভিষেক। জনকল্যাণমূলক প্রকল্পে ‘কারচুপি’র অভিযোগ তুলেছেন শুভেন্দু। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিষেকের জড়িত থাকার অভিযোগ করেন বিরোধী দলনেতা।
অভিষেকের আবেদনে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। তাঁর মানহানির উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছে। শুভেন্দু তাঁর বক্তব্য সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। শুভেন্দুর ২৬ জুনের ভিডিয়ো সম্বলিত পেনড্রাইভ আদালতে জমাও দেওয়া হয় অভিষেকের তরফে। তিনি আবেদনও এ-ও জানিয়েছেন, শুভেন্দু অতীতেও তাঁর বিরুদ্ধে এ ধরনের একাধিক মিথ্যা অভিযোগ তুলেছেন।
সোমবার অভিষেকের করা সেই মামলার শুনানি ছিল আলিপুর আদালতে। সওয়াল-জবাব শেষে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেন বিচারক। এই মামলা প্রসঙ্গে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।