নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রেললাইনের ধারে বিস্ফোরণ! এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার শিলাই হল্ট স্টেশন সংলগ্ন রেল লাইনের ধারে। ঘটনাস্থলে যাচ্ছে রেলের ফরেন্সিক টিম। ইতিমধ্যেই যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রেলের তরফে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে পৌঁছতেই বিকট শব্দ শোনা যায়। তখনই থমকে যায় ট্রেনটি।গার্ড ও চালক সঙ্গে সঙ্গে বিষয়টি পিয়ারডোবা স্টেশনে জানিয়ে দেন। রেল সূত্রে খবর, ঘটনার পর কিছু সময়ের জন্য সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গতকাল রাতেই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল, সঙ্গে ছিল রেল পুলিসের স্নিফার ডগ ও বিশেষ নিরাপত্তা বাহিনী। এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়। তবে কি কারণে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নাশকতার জল্পনা উড়িয়ে দিচ্ছেন না।