• স্কুলে জমেছে জল, দুর্ভোগে পড়ুয়ারা, বিক্ষোভ অভিভাবকদের
    বর্তমান | ০৫ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুল চত্বরে প্রায় হাঁটু পর্যন্ত জমা জল। সেই জল পেরিয়ে যেতে হয় জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বালাপাড়া তিস্তার চর এসপি প্রাইমারি স্কুলের পড়ুয়াদের। এই জল যন্ত্রণায় অতিষ্ঠ পড়ুয়ারা। জলের মধ্যে দিয়ে আসতে অসুবিধা হচ্ছে পড়ুয়াদের। আজ, সোমবারও জল পেরিয়ে স্কুলে আসতে গিয়ে প্রাক প্রাথমিকের বেশ কয়েকজন পড়ুয়ার জামাকাপড় ভিজে যায়। এই নিয়ে বিক্ষোভ দেখান পড়ুয়াদের অভিভাবকরা। প্রথমে স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান। আটকে রাখার হুমকি দেন শিক্ষক-শিক্ষিকাদের। স্কুল ছুটির পর শিক্ষকরা বের হতে গেলে তাঁদের ঘিরে ধরে ক্ষুব্ধ অভিভাবকরা জানতে চান, এই জল জমার সমস্যা কবে মিটবে? জমা জলে পড়ে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ঘটনার জেরে বিষয়টি ফোন করে শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানান স্কুলের প্রধান শিক্ষক।খবর পেয়ে পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস স্কুলেও আসেন। তাঁর দাবি, স্কুলে জল জমার সমস্যাটি আগেই বিডিও অফিসে জানিয়েছেন তিনি। প্রধান শিক্ষক নয়নরঞ্জন বক্সির দাবি, আমি ২০২৪ সালের ডিসেম্বরে এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছি। তবে যতটুকু শুনেছি, বর্ষায় স্কুলে জল জমার সমস্যা দীর্ঘদিনের। এই নিয়ে স্কুলের তরফে প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের আধিকারিকদের একাধিকবার জানানো হয়েছে। কিন্তু লাভ হয়নি। স্কুলের জমা জল পেরিয়ে ক্লাসে আসতে গিয়ে খুদে পড়ুয়াদের যে সমস্যায় পড়তে হয়, তা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, জল পেরিয়ে আসতে গিয়ে ছাত্রছাত্রীদের জামাকাপড় ভিজে যায়। আমাদের স্কুলে কিছু বাড়তি জামাকাপড় রাখা হয়েছে। কিন্তু তা দিয়ে সবার হয় না। বিষয়টি জানতে পেরেই প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। তিনি বলেন, ইঞ্জিনিয়ারকে পাঠানো হচ্ছে। কীভাবে স্কুল চত্বর থেকে জমা জল বের করা যায়, তা দেখছি।
  • Link to this news (বর্তমান)