বেপরোয়া গতি, বর্ধমানে কালভার্টে ধাক্কা মেরে উল্টে গেল বাস, মৃত্যু এক জনের, জখম অন্তত ৫০ যাত্রী!
আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
গতির বলি হলেন এক যাত্রী। জখম হলেন অন্তত ৫০ জন যাত্রী। সোমবার দুপুরে পূর্ব বর্ধমানের নাদনঘাটের নিমারে এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের ভাণ্ডরডিহি দিয়ে দ্রুত গতিতে একটি বাস যাচ্ছিল। দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কালভার্টে ধাক্কা মারে বাসটি। তার পর রাস্তার উপরেই উলটে যায়। বেশ কয়েকজন যাত্রী বাসের মধ্যে আটকে যান। অভিঘাতে অনেকে বাসের জানালা এবং দরজা দিয়ে বাইরে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জখম যাত্রীদের প্রথমে কুড়মুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনাস্থলে যান বর্ধমান-১ ব্লকের বিডিও রজনীশকমার যাদব। সেখান থেকে বেশ কয়েক জনকে স্থানান্তর কর হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। বেশ কয়েক জন যাত্রীর শারীরিক পরিস্থিতি গুরুতর। দুর্ঘটনার খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বর্ধমান মেডিক্যাল কলেজে যান। প্রশাসন সূত্রে খবর, এক জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।
নবদ্বীপ-শ্রীরামপুরের বাসিন্দা তথা দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রী আকবর সেখ বলেন, ‘‘বর্ধমান থেকে বাসটি ছাড়ার পর থেকেই প্রচণ্ড গতিতে চলছিল। চালকের ভুলেই এই দুর্ঘটনা।’’ তিনি আরও বলেন, ‘‘রাস্তায় কোন বাঁক ছিল না। চালকের ভুলেই এই ঘটনা ঘটল।’’ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা খোঁজ নিচ্ছে পুলিশ।