আর্থিক তছরুপে জড়িত! ভয় দেখিয়ে সল্টলেকের বৃদ্ধের থেকে কোটি টাকা হাতানোর অভিযোগ
আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
বেআইনি আর্থিক লেনদেনের মামলায় অভিযুক্ত জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা নরেশ গয়ালের সঙ্গে যোগ রয়েছে। তাঁর আর্থিক তছরুপ কাণ্ডের সঙ্গে জড়িত থাকার দাবি জানিয়ে হোয়াট্সঅ্যাপে ভিডিয়ো কলের মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার তিন যুবক। তাঁদের পাতা ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ফাঁদে পা দিলেন সল্টলেকের বৃদ্ধ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দমদম পার্কের বাসিন্দা শুভেন্দু গোস্বামী। জুলাই মাসের সাত তারিখ তাঁর হোয়াট্স অ্যাপে একটি অজানা নম্বর থেকে ভিডিয়ো কল আসে। সেই ফোন ধরতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিজেকে তদন্তকারী বলে দাবি করে কথা বলা শুরু করেন। ভিডিয়ো কলের ও পার থেকে ওই ব্যক্তি দাবি করেন, সল্টলেক নিবাসী শুভেন্দু আর্থিক তছরুপ কাণ্ডে জড়িত। নরেশ গয়ালের সঙ্গে যোগ রয়েছে তাঁর। এমনকি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের ভয়ও দেখানো হয়।
আর্থিক তছরুপ কাণ্ডে তিনি জড়িত, তা প্রথমে বিশ্বাস করতে চাননি শুভেন্দু গোস্বামী। তবে পরে ভয় এবং কিছুটা চাপের মুখে পড়ে প্রতারকদের পাতা ফাঁদে পা দেন। গত ১০ জুলাই থেকে ১৬ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে প্রতারকদের এক কোটি ন’হাজার টাকা পাঠান। ওই টাকা নেওয়া হয়েছিল ‘কোর্ট ফি’-এর নামে। যদিও দিন কয়েক পরে তিনি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন।
ঘটনার তদন্তে নেমে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। ধৃতেরা হলেন আকাশকুমার নাথ, নীলকান্ত নায়েক এবং মনোরঞ্জন পারিড়া। তিন জনের বাড়িই ওড়িশায়। সোমবার ধৃতদের ওড়িশার আদালতে হাজির করানো হয়। তিন যুবকের ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জেট এয়ারওয়েজ়ের প্রতিষ্ঠাতা গয়াল। কানাড়া ব্যাঙ্কের ৫৩৮ কোটি টাকা প্রতারণার দায়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মুম্বইয়ে জেট এয়ারওয়েজ়ের অফিসে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আর্থিক তছরুপ বিরোধী আইন (পিএমএলএ)-এর আওতায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি।