কলকাতায় 'আল্লাহ হু আকবর' না বলায় মারধর? অভিযোগ হিন্দু মহিলার, VIDEO পোস্ট BJP-র
আজ তক | ০৫ আগস্ট ২০২৫
বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে। বিজেপির অভিযোগ, মহিলারা যখন জানান যে, 'এটা একটি পাবলিক প্লেস, ধর্মীয় স্থান নয়। আপনারা আমাদের জোর করতে পারেন না, আমরা হিন্দু,' তখনই তাঁদের আক্রমণ করা হয়।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স) মীরাজ খালিদ ইন্ডিয়া টুডেকে জানান, 'এই ঘটনার সম্পর্কে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য এসেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও থানায় কেউ অভিযোগ দায়ের করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
কলকাতা পুলিশের সূত্রে আরও খবর, অভিযুক্ত বা অভিযোগকারিণী তরুণীদের এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি। অভিযোগকারিণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কারণ, কেউ এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ করেননি। পুলিশ জানায়, ওই তরুণীকে চিহ্নিত করার পর তাঁর থেকে এই বিষয়ে জানতে চাওয়া হবে। যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে মামলা রুজু করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।
এই ঘটনাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিষয়টি কোনদিকে এগোয়, এখন সেটাই দেখার।