কলকাতায় ফের কলেরা! আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি চার বছরের শিশুকন্যা
আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
আবার কলকাতায় মিলল করোনা আক্রান্ত রোগীর খোঁজ। কলেরার উপসর্গ নিয়ে বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি বছর চারেকের শিশুকন্যা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই শিশুর বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। জ্বর, বমি, পেটে ব্যথার মতো একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চলতি মরসুমে এই নিয়ে কলকাতায় দ্বিতীয় জন কলেরা আক্রান্ত হল।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, শিশুটিকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন প্রাথমিক ভাবে তার শারীরিক পরীক্ষা করে ডায়েরিয়া সন্দেহ করা হয়। তবে পরে নানা রকম শারীরিক পরীক্ষায় কলেরা ধরা পড়ে। প্রয়োজনীয় ‘মেডিক্যাল প্রোটোকল’ মেনে ওই শিশুর চিকিৎসা চলছে। তবে কলেরার জীবাণু কী ভাবে ওই শিশুর শরীরে ঢুকল, তা অবশ্য স্পষ্ট নয়।
কলেরা মূলত জলবাহিত রোগ। সংক্রামকও বটে। তাই কলকাতায় আবার কলেরা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এর আগে, গত ৭ জুলাই বমি, পেটে যন্ত্রণার মতো একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক গার্ডেন রোডের এক যুবককে। বাইপাসের ধারে একটি হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়েছিল।
কলেরার প্রকোপ ক্রমশ কমে এলেও কলকাতা পুর এলাকায় এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনাকে বিরল বলা চলে না। কলেরার চরিত্রগত কারণেই বর্ষার সময়ে এই রোগের প্রকোপ বাড়ে। গত বছরও বর্ষায় সময়ে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, বেশ কয়েক জন কলেরায় আক্রান্ত হয়েছিলেন।