• ‘আমরা আশাবাদী’, DA মামলা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে কী বলছে মামলাকারী সংগঠনগুলি?
    এই সময় | ০৫ আগস্ট ২০২৫
  • মঙ্গলবার ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সোমবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, প্রয়োজনে এই মামলার শুনানি রোজ হবে। এর পরেই আশায় বুক বাঁধছে মামলাকারী সংগঠনগুলি। রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল জানান, তাঁদের সংগঠন-সহ মামলাকারী অন্য দুই সংগঠন ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়কে যৌথ ভাবে সমস্ত আবেদনের কথা লিখিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

    দেবাশিস শীল বলেন, ‘একেবারে মূল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। স্বাভাবিক ভাবেই আমরা অত্যন্ত আশাবাদী। দীর্ঘদিন ধরে আইনি লড়াই লড়ছেন রাজ্যের সরকারি কর্মীরা। সকলেই সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে রয়েছেন।’

    ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেন, ‘অন্তর্বর্তী নির্দেশ মেনে রাজ্য বকেয়া ২৫ শতাংশ ডিএ মেটায়নি। তবে এ বার মূল মামলার শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। সমস্ত মামলাকারী সংগঠনগুলিকে সহমতের ভিত্তিতে সমস্ত ইস্যুগুলি নিয়ে একটি লিখিত আবেদন জমা দিতে বলেছে আদালত।’ তিনি আরও স্পষ্ট করেন, শুধু ডিএ নয়, আরও একাধিক ইস্যু সেই লিখিত আবেদনে তুলে ধরা হবে।

    এই সংস্থার সভাপতি শ্যামল মিত্র বলেন, ‘সরকার পক্ষের আইনজীবীরা মামলার শুনানি আরও পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তাতে আমল দেয়নি আদালত। আগামিকাল শুনানি হবে মামলার। কর্মচারীদের পিছনে ফেরার আর জায়গা নেই। আমরা অত্যন্ত আশাবাদী।’

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার দাবিতে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তা নিয়ে মামলাও হয়েছে। স্যাট এবং হাইকোর্ট ডিএ-এর দাবিটিকে মান্যতা দিয়েছে। যদিও ওই নির্দেশগুলিকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। ২০২২ সালের ২৮ নভেম্বর সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা প্রথম বার শুনানি হয়েছিল। তার পর থেকে শীর্ষ আদালতেই চলছে মামলা।

  • Link to this news (এই সময়)