• সাতসকালে বীভৎস দৃশ্য, রাস্তার পাশে পড়ে গলাকাটা দেহ
    এই সময় | ০৪ আগস্ট ২০২৫
  • সোমবার সাত সকালে চমকে ওঠেন অশোকনগরের লোকজন। রাস্তার পাশে পড়ে এক ব্যক্তির গলাকাটা রক্তাক্ত দেহ। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়াল অশোকনগরে।

    উত্তর ২৪ পরগনা অশোকনগর এলাকার ভুরকুন্ডার বুজরুক দীঘাই থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলাকাটা দেহ। এ দিন সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে জঙ্গলে ওই ব্যক্তির গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। ততক্ষণে সেখানে ভিড় জমিয়েছেন প্রচুর স্থানীয় মানুষ।

    এলাকার লোকজন জানান, মৃত ব্যক্তি এলাকার কেউ নন। তাঁকে বাইরে কোথাও খুন করে এখানে এনে ফেলা হয়েছে। তবে স্থানীয়দের একাংশের মতে, ওই এলাকা রাতে নির্জনই থাকে। তবে ওই এলাকায় নিয়ে এসে কাউকে খুন করা অসম্ভব নয়।

    পুলিশ মৃতদেহটির উদ্ধার করে নিয়ে যায় অশোকনগর হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি কার তা এখনও জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে ছিল সাদা পাঞ্জাবি। দেহ শনাক্তকরণের জন্য বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে।

  • Link to this news (এই সময়)