• ‘পাড়ায় সমাধান’, শুরু থেকেই ব্যাপক উৎসাহ পূর্ব বর্ধমান জুড়ে
    দৈনিক স্টেটসম্যান | ০৪ আগস্ট ২০২৫
  • বাংলা জুড়ে শনিবার থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান। রবিবারও শিবিরগুলিতে ছিল উপচে পড়া ভিড় ছিল। প্রশাসন ও জনপ্রতিনিধিরা একেবারে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন। সেখানে তাঁরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছেন। প্রতিটি মানুষ সরকারি পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখছেন এবং সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করছেন। পূর্ব বর্ধমানে বিভিন্ন ব্লকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়েছে। বর্ধমান-১ ব্লকের সরাইটিকর, বর্ধমান-২ ব্লকের বৈকুণ্ঠপুর-১ অঞ্চলে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জেলাশাসক আয়েষা রানী এ সহ সরকারি আধিকারিকরা ক্যাম্প পরিদর্শন করেন।

    কালনা মহকুমার পূর্বস্থলী-১ নং ব্লকের শ্রীরামপুর অঞ্চলের ৪৭, ৪৮ ও ৫০ নং বুথ নিয়ে ক্যাম্প শুরু হয়েছে। এখানে ব্লক প্রশাসনের সঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন। সমাধানের ব্যবস্থা করেন। অন্যদিকে জামালপুরেও শুরু হয়েছে পাড়ায় সমাধান কর্মসূচি। জামালপুর-১ পঞ্চায়েতের বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয় ও জামালপুর-২ পঞ্চায়েতের কালনা কাঁশরা নিম্ন বুনিয়াদি স্কুলে পাড়ার সমাধানের শিবির চলছে। বত্রিশবিঘা প্রাথমিক বিদ্যালয়ে মডেল পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন, পঞ্চায়েত প্রধান ডলি নন্দী, উপ-প্রধান সাহাবুদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা।

    অন্যদিকে জামালপুর-২ পঞ্চায়েতের পাড়ায় সমাধান ক্যাম্প পরিদর্শন করেন অতিরিক্ত জেলা শাসক (এল আর) বিশ্বরঞ্জন মুখার্জি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, বিডিও রাহুল বিশ্বাস, দুই জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও রুদ্রেন্দু নন্দী। পরবর্তীতে এলাকার বিধায়ক অলোক কুমার মাঝি ক্যাম্পগুলি পরিদর্শন করে দেখে মানুষের সাথে কথা বলেন। জেলার বিভিন্ন এলাকায় আধিকারিকরা মানুষের সঙ্গে কথা বলছেন। মেমারিতেও শিবিরগুলিতে ছিল উপচে পড়া ভিড়। এখনও পর্যন্ত যাঁরা সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধার বাইরে আছেন তাঁদের এই ক্যাম্পের মাধ্যমে দ্রুত সেই সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে জেলায় ১৭৬২টি ক্যাম্প খোলা হয়েছে। যার আওতায় থাকা ৪৪২১টি বুথের সাধারণ মানুষ তাঁদের অভাব অভিযোগের কথা জানিয়ে সমাধানের সুযোগ পাবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)