• নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ। ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে বালি, পাথর। এরই জেরে আজ,সোমবার ওই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিলেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের বিবেকানন্দপল্লিতে সিমেন্ট দিয়ে কংক্রিটের একটি রাস্তা তৈরি হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, দলা বাঁধা সিমেন্ট দিয়ে কাজ হচ্ছে। ঠিকাদার কাজের জায়গায় আসছেন না। কাজের শিডিউল দেখাতে বললেও তিনি তা দেখাচ্ছেন না। ঢালাইয়ের পরদিনই রাস্তা ভেঙে যাচ্ছে। এভাবে রাস্তার কাজ হতে দেবেন না তাঁরা।বাসিন্দাদের আরও অভিযোগ, সরকারি রাস্তা তৈরির সামগ্রী দিয়ে এলাকায় এক ব্যক্তির উঠোন পাকা করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে সমঝোতা করে ওই ব্যক্তি রাস্তা তৈরির বালি সিমেন্ট দিয়ে নিজের বাড়ির উঠোন পাকা করছেন। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ অস্বীকার করেছেন ওই কাজের বরাত পাওয়া ঠিকাদার মিঠুন দত্ত। তাঁর দাবি, ঢালাইয়ের পরই বৃষ্টি হয়েছে। সেকারণে কিছু জায়গায় বালি, পাথর উঠে গিয়েছে। সেগুলি আবার ঢালাই করে দেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)