• বিপর্যয়ের পাহাড়ে সিকিম-কালিম্পং যাবেন কীভাবে? কোন রাস্তা খোলা কোনটা বন্ধ?
    আজ তক | ০৪ আগস্ট ২০২৫
  • NH-10 Closed: বৃষ্টি কমলেও ধস সরিয়ে যাতায়াতের বন্দোবস্ত করা যায়নি। ফলে রবিবার থেকে তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার প্রধান রাস্তা আপাতত বন্ধ। ঘুরপথে যাওয়া গেলেও সেই রাস্তা অপরিসর এবং প্রায় সব গাড়ি সেই রাস্তা দিয়ে যাওয়ার ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। বেশকিছু পকেট রোড দিয়ে ওই দুই এলাকায় ওঠার বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি পুলিশ মোতায়েন করে ট্রাফিক কন্ট্রোল এর ব্যবস্থা করা হচ্ছে। সেইসঙ্গে একটি নির্দিষ্ট পূর্ণাঙ্গ তালিকা করে দেওয়া হয়েছে। যেখান দিয়ে নিরাপদে খানিকটা ঘুর পথে হলেও সিকিম-কালিম্পঙে যাওয়া যাচ্ছে এবং সেখান থেকে শিলিগুড়িতে ফেরত আসা যাচ্ছে। 

    তবে ফের ধাক্কা লেগেছে পর্যটনে। যারা দীর্ঘদিন আগে বুক করে রেখেছিলেন তারা ঘুরপথে হলেও কেউ কেউ যাচ্ছেন। তবে স্থানীয় যারা শিলিগুড়ি ও আশপাশ এলাকা থেকে নিয়মিত সিকিম-কালিম্পং যাতায়াত করেন তাদের সংখ্যা অনেকটাই কমেছে। ওয়ার্কিং প্রফেশনালদের অনেকেই এই মুহূর্তে সে পথে পাহাড়ে পৌঁছনো এড়িয়ে চলছেন।

    এটি পর্যটনের মরশুম নয়। এই সময়ে পেশাদারদের যাতায়াতের উপরেই হোটেল লজগুলো অনেকটাই নির্ভর করে। বিপর্যয়ের ফলে আপাতত রাজস্ব কমছে। সেই সমস্ত হোটেল ও গাড়ির ব্যবসার পাশাপাশি গাড়িভাড়া নিয়ে শুরু হয়েছে ফের চিরাচরিত মন কষাকষি। ঘুরপথে যাওয়ার ফলে বাড়তি ভাড়া চাইলেও অনেক যাত্রীরা দিতে নারাজ। আবার গাড়ি চালকরাও কেউ কেউ মাত্রাতিরিক্ত ভাড়া দাবি করে বসছেন। সেটিও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসনের তরফে সব রকম সহযোগিতার আশ্বাস দিলেও অনেক সময় এই ধরনের অভিযোগ প্রশাসনের কাছে পৌঁছাচ্ছে না। ফলে বিবাদ বাড়ছে।

    সেবক থেকে সিকিম ও কালিম্পংগামী এই সড়কের বর্তমানে বৃষ্টি ও ধসের জেরে বেহাল অবস্থা। শনিবার নতুন করে ধস নামে ১০ মাইলের তারখোলা ও শ্বেতিঝোরা এলাকায়। পাহাড়ের উপর থেকে জাতীয় সড়কে বোল্ডার আছড়ে পড়ে একাধিক জায়গায়। ফলে শিলিগুড়ি থেকে সিকিম এবং সিকিম থেকে কালিম্পং, যান চলাচল বন্ধ হয়ে যায়। বিপদের কথা মাথায় রেখে রাস্তাটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, চলমান পরিস্থিতি এবং রাস্তার অবস্থার কারণে ভারী যানবাহন বর্তমানে গ্যাংটকে যাতায়াত বা আসা নিষিদ্ধ।

    কোন রাস্তা দিয়ে যাওয়া যাবে?
    শিলিগুড়ি – জোরবাংলো – তিস্তা বাজার – রংপো – গ্যাংটক
    শিলিগুড়ি – সেভোক – দমদিম – গোরুবাথান – লাভা – আলাগার – রংপো – গ্যাংটক
    শিলিগুড়ি – সেভোক – বাগরাকোট – লাভা – আলাগার – রংপো – গ্যাংটক
    (এনএইচ-৭১৭এ হয়ে)

    লাভা রোড আপডেট ৪ আগস্ট ২০২৫
    এনএইচ ১০ - বন্ধ
    লাভা থেকে কালিম্পং - খোলা 
    লাভা থেকে গোরুবাথান - খোলা 
    লাভা থেকে সিকিম হয়ে মুনসং - খোলা 
    লাভা থেকে সিকিম হয়ে ঋষি রোড - বন্ধ 
    লাভা থেকে রেনক হয়ে লিংসে - খোলা 
    লাভা থেকে লোলেগাউন - বন্ধ

     
  • Link to this news (আজ তক)