• খড়দহের বিলাসবহুল ফ্ল্যাটে বিপুল অস্ত্রের খোঁজ, উদ্ধার কয়েক লক্ষ টাকা নগদও
    এই সময় | ০৪ আগস্ট ২০২৫
  • খড়দহের রিজেন্ট পার্ক এলাকায় বিপুল আগ্নেয়াস্ত্রের খোঁজ। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী দল। এলাকার প্রতিভা মঞ্জিল নামে একটি অ্যাপার্টমেন্ট থেকে ১৫টি আগ্নেয়াস্ত্র এবং ১ হাজার রাউন্ড গুলি উদ্ধার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে।

    রহড়া থানা এলাকার মধ্যে পড়ে এই রিজেন্ট পার্ক এলাকা। অ্যাপার্টমেন্টের একতলার একটি ঘর থেকে এই বিপুল অস্ত্র উদ্ধার হয় এ দিন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এ ভাবে ফ্ল্যাটের মধ্যে এত আগ্নেয়াস্ত্র মজুত ছিল, ভাবতেই পারছেন না তাঁরা।

    স্থানীয় বাসিন্দা সুপ্রতিম ভট্টাচার্য বলেন, ‘আমরা এ পাড়ার লোক। কোনও দিনও এমন ঘটনা পাড়ায় শুনিনি। এমনকী এ রকম আবাসনে এই সব চলতে পারে, সেটাও ভাবতে পারছি না। খুবই আতঙ্কিত এটা নিয়ে। এমনিই এ পাড়া শান্ত। আর ফ্ল্যাটের ভিতরে কী চলে, তা আমরা তো জানতে পারি না।’

    স্থানীয় সূত্রে খবর, মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে। এলাকার লোকজন জানান, তিনি কারও সঙ্গে খুব একটা মেলামেশা করেন না। জয়ন্ত চক্রবর্তী নামে আরেক বাসিন্দার কথায়, ‘এখানে ১৮-২০টা ফ্ল্যাট। কোনও দিনও এ রকম কিছু ঘটেনি।’ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

  • Link to this news (এই সময়)