• রানাঘাট থেকে কৃষ্ণনগরে তৃতীয় লাইনে রেলের সায়
    আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
  • লাইনে ট্রেনের চাপ কমাতে শিয়ালদহ ডিভিশনের রানাঘাট-কৃষ্ণনগর সিটি শাখার ২৬ কিলোমিটার পথে পূর্ব রেলের তরফে তৃতীয় লাইন নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই পথে গেদে-দর্শনার মধ্যে পণ্যবাহী ট্রেনও চলাচল করে। রেল বোর্ড সম্প্রতি ৪৭৪.০৯ কোটি টাকা খরচ করে তৃতীয় লাইন নির্মাণে নীতিগত ভাবে সম্মতি জানিয়েছে।

    প্রকল্পে রেলমন্ত্রীর সম্মতি পাওয়া সময়ের অপেক্ষা বলে রেল সূত্রের খবর। ওই রেল পথে এখন ট্রেন চলাচলের চাপ ১১৩ শতাংশের বেশি। আগামী কয়েক বছরে তা ১৬৯ শতাংশে পৌঁছতে পারে। গত বছর ধুবুলিয়া এবং মুর্শিদাবাদে রেলের পক্ষ থেকে দু’টি গুডস শেডের উদ্বোধন হওয়ার পরে ওই পথে পণ্য পরিবহণের সম্ভাবনা আরও বেড়েছে।

    তৃতীয় লাইন নির্মাণ হলে প্রায় ২৬ কিলোমিটার পথে সাতটি স্টেশন এবং চারটি সেতু পড়বে। তিরিশ বছরের মেয়াদে ওই প্রকল্পের অর্থনৈতিক এবং বাণিজ্যিক বাস্তবতা খতিয়ে দেখে রেলের তরফে যথেষ্ট ইতিবাচক বলে জানানো হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বাড়বে। রেলের আয়ও বাড়বে বলে আশাবাদী কর্তারা।
  • Link to this news (আনন্দবাজার)