• নবান্ন অভিযান সামলানো নিয়ে সাবধানি পুলিশ
    আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
  • আর জি কর-কাণ্ডের বর্ষপূর্তিতে, ৯ অগস্ট অর্থাৎ, আগামী শনিবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। তার এক সপ্তাহ আগেই অভিযানের সম্ভাব্য রাস্তা পরিদর্শন করলেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। যে সব জায়গায় ব্যারিকেড করে বিক্ষোভকারীদের আটকানো হবে, সেগুলি দেখলেন তাঁরা। শনিবার দুপুরে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (১) এর নেতৃত্বে উচ্চপদস্থ কর্তারা হেস্টিংস মোড়, খিদিরপুর রোড, এজেসি বসু রোডে টার্ফ ভিউয়ের কাছে, বিদ্যাসাগর সেতুতে ওঠা-নামার র‌্যাম্প ঘুরে দেখেন।

    এক পুলিশকর্তা জানান, এক বছর আগেও ওই সংগঠন নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। যা ঘিরে উত্তপ্ত হয় রাজপথ। বিক্ষোভকারীদের আক্রমণে জখম হয়েছিলেন পুলিশকর্মীরা। এ বার তাই পরিদর্শন করে দেখা হচ্ছে, গত বারের থেকে সুরক্ষা ব্যবস্থায় কী কী বদল আনা যায়।

    লালবাজার সূত্রের খবর, বিদ্যাসাগর সেতুতে ওঠানামার সব র‌্যাম্পে ব্যারিকেড করা হবে এবং বেশি সংখ্যক পুলিশ থাকবে। এজেসি বসু রোডের টার্ফ ভিউ এবং খিদিরপুর রোড, ফার্লং রোড ও হাওড়া সেতুতেও থাকবে ব্যারিকেড। এমজি রোড এবং স্ট্র্যান্ড রোডের সংযোগস্থলে থাকবে স্টিলের ব্যারিকেড।

    গত বছর বিক্ষোভকারীদের একটি দল স্ট্র্যান্ড রোডে প্রিন্সেপ ঘাটের কাছে পুলিশের উপরে হামলা করেছিল। সেখানে বিক্ষোভকারীদের আক্রমণে জখম হয়েছিলেন বহু পুলিশকর্মী। এ বার সেখান থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠা-নামার দু’টি র‌্যাম্পে ব্যারিকেড এবং বেশি পুলিশ রাখা হবে বলে ঠিক করেছেন পুলিশ কর্তারা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যবস্থাপনায় দলীয় পতাকা ছাড়া ওই নবান্ন অভিযানের কথা প্রথম বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযানকে সফল করারআহ্বান জানিয়েছেন আর জি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মা। যা দেখে পুলিশের একাংশ মনে করছেন, ব্যানারে না হলেও প্রধান বিরোধী দলই ওই অভিযানের পিছনেথাকবে।
  • Link to this news (আনন্দবাজার)