কর্মরত শিক্ষকদের স্কুলে পড়ানোর অভিজ্ঞতার তথ্য পোর্টালে তুলতে গিয়ে কোনও ভুল হয়ে থাকলে তা ফের আপডেট করার সুযোগ দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। বিজ্ঞপ্তি জারি করে এসএসসি জানিয়েছে, তাদের পোর্টালে আবেদনকারীদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের আবেদনপত্রে যেতে হবে। তার পর ‘এডিট অপশনে’ গিয়ে কর্মরত শিক্ষকেরা শিক্ষকতার অভিজ্ঞতার যা তথ্য দিয়েছিলেন, তা সংশোধন করতে পারবেন। আগামী ৫ থেকে ১১ অগস্ট এই সুযোগ মিলবে। স্কুল সার্ভিস কমিশনের এক কর্তা বলেন, ‘‘অনেক সময়েই দেখা যায় ফর্ম ফিল আপ করতে গিয়ে শিক্ষকতার স্কুলের নাম বা কাজের অভিজ্ঞতা লেখায় ভুল করেছেন আবেদনকারী। তা সংশোধনের সুযোগ দেওয়া হল।’’
এর আগেই এসএসসি বলেছিল, কর্মরত নবম থেকে দ্বাদশের শিক্ষকদের জন্য ১০ নম্বর ধার্য করা হয়েছে। তবে তা শুধু ২০১৬ সালের এসএসসি-র তালিকায় অন্তর্ভুক্ত যোগ্য চাকরিপ্রার্থী যাঁরা এখন স্কুলে যাচ্ছেন তাঁরাই নন, নবম থেকে দ্বাদশে স্কুলে পড়িয়েছেন এমন সব শিক্ষকই পাচ্ছেন। ২০১৬ সালের এক ‘যোগ্য’ চাকরিপ্রার্থী রূপা কর্মকার বলেন, ‘‘অনেক শিক্ষক আছেন যাঁরা বাড়ির কাছে স্কুলে চাকরি করার জন্য আবার নতুন করে পরীক্ষা দেবেন, তাঁরাও ওই ১০ নম্বরের সুবিধা পাবেন। অনেকে মনে করছেন শুধু মাত্র আমরা যারা ২০১৬ এসএসসির তালিকায় ‘যোগ্য’ প্রার্থী, তারাই এই ১০ নম্বরের সুবিধা পাচ্ছি। এই ধারণা ঠিক নয়।’’
আগামী ৭ সেপ্টেম্বর নবম, দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের এসএসসির লিখিত পরীক্ষা। ফর্ম পূরণ করে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গিয়েছে। শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতায় সংযোজনের সুযোগ দেওয়ার আগে এসএসসি আবেদনকারীদের জাতিগত তথ্য সংযোজনেরও সুযোগ দিয়েছিল।