• বাংলার মাটি দেশের গর্ব, অবহেলার নয়: রথীন
    দৈনিক স্টেটসম্যান | ০৪ আগস্ট ২০২৫
  • বিজেপি শাসিত রাজ্যে আজ সংকটে বাংলা ও বাঙালি। বাংলা ভাষা বলার অপরাধেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুশব্যাক পর্যন্ত করতে পিছপা হচ্ছে না বিজেপি-রাজ্যের প্রশাসন। এর বিরুদ্ধে মাঠে-ময়দানে নেমে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে কালীপুজোর থিমের মধ্য দিয়ে প্রতিবাদ জানাতে উদ্যোগী বারাসত কেএনসি রেজিমেন্ট। চলতি বছরে কালীপুজোয় তাদের থিম ‘হে বঙ্গভূমি, তুমি অন্তর্যামী’। রবিবার হরিতলা সংলগ্ন কেএনসি রেজিমেন্টের ক্লাব প্রাঙ্গনে খুঁটি পুজোর মধ্য দিয়ে কালীপুজোর সূচনা হল।

    এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, বারাসত পৌরসভার পুরপ্রধান তথা পুজো কমিটির কর্ণধার অশনি মুখার্জি, মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, পুর পারিষদ সৌমেন আচার্য, কাউন্সিলর সমীর তালুকদার-সহ অন্যান্য বিশিষ্টবর্গ। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জানান, ‘থিমের মধ্য দিয়েই হবে প্রতিবাদ। এই পুজোর ক্যাচ লাইন হল জয় বাংলা। সুজলা সুফলা বাংলার মাটি গোটা দেশের কাছে গর্বের, অবহেলার নয়। সেই স্বরূপ তুলে ধরা হবে এই মণ্ডপ সজ্জায়। স্বাধীনতা আন্দোলন থেকে আজ পর্যন্ত, বাংলা গোটা দেশকে অনেক সুখ্যাতি এনে দিয়েছে। বাংলা মানেই মাতৃশক্তি, তাই তাঁর আরাধনাও চলবে মাঝখানে।’

    তবে সংশ্লিষ্ট থিমটি ফুটিয়ে তোলা হবে কিভাবে? ব্যাখ্যা দিয়ে অশনি জানান, ‘প্রাক স্বাধীনতায় অগণিত বাংলার বিপ্লবী নিজ প্রাণ দিয়েছেন, শহিদ হয়েছেন। সেলুলার জেলে বন্দি ছিলেন কত সাহসী বাঙালি। বাংলা থেকেই উঠে এসেছেন বহু কবি, সাহিত্যিক, সাধক, সংগ্রামী। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি নারী উন্নয়ন প্রকল্পগুলি আজ বিশ্বের দরবারে প্রশংসিত। প্রাচীণ কাল থেকে আজ পর্যন্ত বাংলা ও বাঙালি কী কী অবদান রেখেছে, তাই তুলে ধরা হবে। মাতৃশক্তির আরাধনার মাধ্যমে দেওয়া হবে বিশেষ বার্তা, বাংলা সেরা ছিল, আছে এবং থাকবেও। রবীন্দ্র-নজরুল-বিবেকানন্দ-বিদ্যাসাগর-রামকৃষ্ণের এই মাটি হিংসার নয়, সম্প্রীতির।’

    এক কথায়, স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত বাঙালিদের দেশ জুড়ে যে অবদান, সেই কথা তুলে এবারে কালীপুজোয় সেজে উঠবে কেএনসি রেজিমেন্ট। বিজেপি-রাজ্যে যখন আক্রান্ত বাংলা-বাঙালি, সেই মুহূর্তে এই ধরণের থিম রাজনৈতিক থেকে সাংস্কৃতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)