• জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক
    দৈনিক স্টেটসম্যান | ০৪ আগস্ট ২০২৫
  • বনগাঁ পুরসভার জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তাঁকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। বিজেপি বিধায়ক প্রথমে স্থানীয়দের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর স্থানীয়দের সঙ্গে কথা না বলেই এলাকা ছাড়েন অশোক কীর্তনিয়া। রবিবার সকালের এই ঘটনায় এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

    ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির জেরে জলমগ্ন বনগাঁ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকা। এই আবহে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রচারে এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোকবাবু। কিন্তু ভোটে জেতার পরে এলাকায় কোনও উন্নয়ন হয়নি। এমনকী তাঁকে এলাকাতেও বিশেষ দেখা যায়নি। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক এলাকায় ফের হাজির হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এদিন বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু হলে প্রাথমিক পর্যায়ে স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টা সফল না হলে এলাকাবাসীর সঙ্গে কথা না বলেই এলাকা ছেড়ে চলে যান।

    এই ঘটনায় অশোক কীর্তনিয়ার অভিযোগ, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গেলে তৃণমূল ষড়যন্ত্র করছে। অন্যদিকে তৃণমূলের দাবি, আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে। সেই কারণে এলাকায় এসেছেন বিজেপি বিধায়ক। সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়ে উত্তর না দিয়েই চলে গিয়েছেন তিনি। গত ৪ বছর তাঁকে এলাকায় দেখা যায়নি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)