• বিতর্ক নিয়ে চুপ প্রশাসন, ‘ষড়যন্ত্র’ বলছেন বিডিও
    আনন্দবাজার | ০৪ আগস্ট ২০২৫
  • ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বিতর্কে মুখে কুলুপ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। বিজেপি ঘটনার কটাক্ষ করেছে। তৃণমূল নেতৃত্ব আপত্তি জানিয়েছেন। তবে জেলাশাসক শমা পারভীন শনিবার মন্তব্য করেননি। রাজগঞ্জের বিডিওকে মৌখিক-বার্তা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রের দাবি। বিডিও প্রশান্ত বর্মণ অবশ্য বলেন, এ ব্যাপারে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হয়নি। তাঁর দাবি, ‘‘আমার বিরুদ্ধে যা বলা বচ্ছে, তার পুরোটাই ষড়যন্ত্র।’’

    রাজগঞ্জের শিকারপুরে কাঁচা রাস্তা মেরামতের দাবিতে মহিলাদের অবরোধ-বিক্ষোভ চলছিল শুক্রবার। বিক্ষোভে মহিলাদের দেখে বিডিও বলেন, “লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ। রাস্তাও পাবে। বাড়ি গিয়ে রান্না করো।” মহিলারা বলেন, “লক্ষ্মীর ভান্ডার চাই না, রাস্তা চাই।’’ অভিযোগ, তখনই বিডিও বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার চাই না তো? আমি নাম কেটে দিচ্ছি। ১০০ জনের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে রাস্তা হয়ে যাবে।”

    কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের টিপ্পনী, ‘‘বিডিও সত্যি কথাটা মুখ ফসকে বলে ফেলেছেন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ না করলে, রাস্তা হবে না।’’ জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপের মন্তব্য, ‘‘বিডিও এমন বলতে পারেন না। লক্ষ্মীর ভান্ডারের টাকায় কেন রাস্তা হবে? পাড়ায় সমাধানের মতো প্রকল্প রাস্তা তৈরির জন্য রয়েছে। রাস্তাও তৈরি হবে, লক্ষ্মীর ভান্ডারও সকলে পাবেন।” বিডিও বলেন, ‘‘মহিলারাই বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার নেবেন না। এলাকার রাস্তা প্রশাসন করবে।” সমাজমাধ্যমে তাঁকে নিয়ে নানা ধরনের মন্তব্য ও ব্যক্তি আক্রমণ করা হচ্ছে। বিডিও-র দাবি, সমাজমাধ্যমে তাঁর সমালোচনায় যা বলা হচ্ছে, তার সত্যতা নেই।
  • Link to this news (আনন্দবাজার)