• চাপ বাড়াতে আজ দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৪ আগস্ট ২০২৫
  • কেন্দ্রের উপর চাপ বৃদ্ধি করতে রণকৌশল সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য তিনি আজ সোমবারেই তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। কোন পথে এবং কোন ইস্যু তুলে ধরে কেন্দ্রের উপর সাঁড়াশি আক্রমণ চালানো যাবে, সেই রণকৌশল স্থির করতে সোমবার বিকেলের দিকে সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী।

    সম্প্রতি বিহারের ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের ফলে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরা। তাঁরা অভিযোগ জানিয়েছেন, পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানে নামতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। রাজ্যের শাসকদল তৃণমূলও তাতে শামিল হচ্ছে।

    আগামী ৭ আগস্ট এই ঘেরাও অভিযানে শামিল হতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেজন্য আগামী ৫ আগস্ট মঙ্গলবার তিনি দলের জেলা সংগঠনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। আর ঠিক তার আগের দিন ৪ আগস্ট, সোমবার দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে দলের রণকৌশল কী হবে, তা তিনিই নির্ধারণ করে দেবেন।

    অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে কক্ষ সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে, কোন ইস্যুতে জোর দেওয়া হবে, সে সব বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল হিসেবে তৃণমূল অন্যান্য শরিক দলের সাংসদদের কাছে স্পষ্ট বার্তা দিতেই মমতার এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

    প্রসঙ্গত, সংসদের বাদল অধিবেশনে প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন ইস্যুতে তরজা শুরু হচ্ছে শাসক-বিরোধী শিবিরে। সম্প্রতি পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়েও আলোচনা হয়েছে। পহেলগাম কাণ্ডে কেন্দ্রের শাসকদলকে চেপে ধরেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ অন্যান্যরা। বিরোধীদের সেই প্রশ্নের মুখে পড়ে সরকার পক্ষও পাল্টা জবাব দিয়েছে।

    অন্যদিকে, মমতার এই ভার্চুয়াল বৈঠকের দিনেই শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বঙ্গ-বিজেপির সাংসদরা। তাঁরা সংসদে তৃণমূলকে জবাব দিতেই পাল্টা রণকৌশল সাজাতে চাইছেন। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন। রবিবার অমিত শাহের সঙ্গে এই বৈঠকের কথা জানিয়েছেন, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বৈঠকে দলের সভাপতি ছাড়াও থাকবেন রাজ্যের অন্যান্য সাংসদরা। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)