• প্রথম দিনেই ভালো সাড়া, জোড়া সাফল্য দেখছে জোড়াফুল শিবির
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার চালু হওয়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। প্রথম দিনে মানুষের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত রাজ্যের শাসক শিবির। কারণ এক দিকে মানুষের মানুষের মনের কথা জানতে পারছে প্রশাসন,  অন্যদিকে জনসংযোগ বাড়ছে দলীয় নেতৃত্বের। যা জোড়া সাফল্য বলে মনে করছে ঘাসফুল শিবির। 

    প্রথম দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়া শিবিরগুলিতে সাধারণ মানুষের অংশগ্রহণ দেখে শাসক দলের নেতারা একবাক্যে বলছেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপরই ভরসা রাখেন, তা আরও একবার প্রমাণিত। এর আগে ‘দিদিকে বলো’, ‘দিদির দূত’, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নেওয়া হয়েছিল তৃণমূলের দলীয় সংগঠনের তরফে। ওই সমস্ত কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেন তৃণমূলের জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত দলীয় পদাধিকারীরা। ওই কর্মসূচিগুলির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় করে তোলার চেষ্টা করেন তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে, সরকারি উদ্যোগেও একাধিক কর্মসূচি চলছে। যার মধ্যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে। রাজ্য প্রশাসন একেবারে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ‘দুয়ারে সরকার’ শিবিরের মধ্যে দিয়েছে। তাছাড়া আমজনতা অভাব, অভিযোগ, সমস্যা, পরামর্শ জানাতে পারছেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নম্বরে ফোন করে। প্রতি সপ্তাহে ‘দিদির দরবার’ কর্মসূচিতে গিয়েও সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন। ফলে নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মমতার সঙ্গে বাংলার মানুষের বন্ধন প্রতিদিনই আরও সুদৃঢ় হচ্ছে বলে মত তৃণমূল নেতৃত্বের। 

    এই আবহে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মকাণ্ড নজির সৃষ্টি করতে চলেছে, তা তৃণমূলের অভ্যন্তরীণ মূল্যায়নে উঠে এসেছে। শনিবার প্রায় দু’লক্ষ মানুষ যেমন অংশগ্রহণ করেছেন। তেমনই এই কর্মসূচির মধ্যে দিয়ে একদিনে ১৬৮৩টি বুথ, ৪৬৬টি ব্লক ও টাউনের সঙ্গে সংযোগ স্থাপন হয়েছে। তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। এতে দু’টি বিষয় প্রাধান্য পেয়েছে। একদিকে বাংলার মানুষ যেমন ‘আমার সরকার’ হিসেবে বিবেচনা করে চাওয়া-পাওয়ার কথা বলছেন। অন্যদিকে, তেমনই নির্বাচিত জনপ্রতিনিধিরা শিবিরগুলিতে থাকছেন। ফলে তাঁদের সঙ্গে মানুষের সম্পর্ক আরও মসৃণ হচ্ছে। এই কর্মকাণ্ডকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে তৃণমূলের জন প্রতিনিধিদের কি করণীয় হবে, সেই বার্তা ৫ আগস্ট দলীয় বৈঠকে দেবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (বর্তমান)