• বৃষ্টি বেড়েছে রাজ্যের উত্তরে, বজ্রগর্ভ মেঘের দাপট দক্ষিণে
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ ও বিহারের উপর দু’দিন যাবৎ ঘূর্ণাবর্তের অবস্থানের জন্য উত্তরবঙ্গের ওই অংশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে বৃষ্টি চলছে। রবিবার সকাল থেকে কলকাতার শহরতলি এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বেশি ছিল। এই প্রবণতা আপাতত দক্ষিণবঙ্গে থাকবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। উত্তরবঙ্গে সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম  বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশের উপর রবিবার সরে গিয়েছে। তাই এবার আগের তুলনায় হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের ওই অংশে বিভিন্ন জায়গায় ১৯০ থেকে ৭০ মিমি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। 

    দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে এই সময়ে। নদীয়ার দেবগ্রাম ও বীরভূমের লাভপুরে ১৪০ মিমি, মুর্শিদাবাদের কান্দিতে ১২০ মিমি, বহরমপুরে ১০০ মিমি, বারাকপুর-রামপুরহাটে ৭০ মিমি এবং বীরভূম ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় ৪০ মিমি বৃষ্টি হয়েছে। কলকাতায় আলিপুর, দমদম, সল্টলেক প্রভৃতি জায়গায় এইসময়ে কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। কিন্তু কলকাতা লাগোয়া কয়েকটি জায়গায় ২০-৩০ মিমি পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের কাছে রিপোর্ট এসেছে। 

    আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত উত্তরবঙ্গে গিয়ে সেখানে পাহাড়ে ধাক্কা খেয়ে বেশি বৃষ্টির মেঘ সৃষ্টি করছে। কিন্তু যাওয়ার পথে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যেখানে জোরালো বজ্রমেঘ তৈরি হচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে সেখানেই। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর রয়েছে। এই পরিস্থিতি বৃষ্টির জন্য সহায়ক হচ্ছে। এদিন সকালে কলকাতা ও লাগোয়া কয়েকটি জেলাজুড়ে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়েছে। ফলে আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কবার্তা জারিসহ বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তরকে সতর্ক করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত ১৪ আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরির সম্ভাবনা নেই। তাই দক্ষিণবঙ্গে বড় এলাকা জুডে একসঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি এখনই হবে না। আপাতত বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি চলবে।
  • Link to this news (বর্তমান)