• জন্ম শংসাপত্রের ভুল সংশোধন সম্ভব, নয়া নির্দেশ স্বাস্থ্যদপ্তরের
    বর্তমান | ০৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মের নথিপত্রে কোন জরুরি ভুল সংশোধন করা সম্ভব, সেই ব্যাপারে নয়া নির্দেশনামা জারি করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সাফ সাফ জানিয়ে দেওয়া হল, তিন ধরনের ভুলেরই শুধুমাত্র সংশোধন করা হবে। প্রথমত, ক্ল্যারিক্যাল এরর। যেমন নামের বানানে ছোটখাট ভুল থাকলেই পরিবর্তন সম্ভব। নথি তৈরির সময় জন্মের সময়ে ভুল থাকলেও বদলানো সম্ভব। বার্থ রেকর্ড থেকে রেজিস্টারে তথ্য প্রতিলিপি করার সময় ভুল হলে, তারও সংশোধন করা যাবে। 

    দ্বিতীয়ত, তথ্যগত ভুল। বার্থ রেজিস্ট্রেশনকালে তথ্য এন্ট্রি করার সময় ভুল থাকলে পরিবর্তন করা যাবে। ধরা যাক, ডেটা এন্ট্রির সময় লিঙ্গ ভুল হয়ে গিয়েছে। প্রাথমিক নথি তৈরির সময় শিশুর নাম না দেওয়া থাকলে পরে নাম নথিবদ্ধ করা সম্ভব। ২৯ জুলাই এক নির্দেশামা জারি করে স্বাস্থ্যদপ্তর এইসব তথ্য  জানিয়েছে। এও জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র এবং কারণ ছাড়া কোনওভাবেই বাচ্চার জন্মের তারিখ পালটানো যাবে না। দ্বিতীয়ত, বাবা-মায়ের নামের পরিবর্তন করা যাবে না। পরিচয় পাল্টে যাবে এমন বিকল্প নাম নথিভুক্ত করা যাবে না। পরিচয়ের আইনি পরিবর্তন হয়ে যাবে, এমন কোনও তথ্যেও বদল ঘটানো যাবে না। তবে আইনি নির্দেশ বা কোর্ট অর্ডার এলে সেই নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে কোনওভাবে জন্মের দিন এবং জন্মস্থান পরিবর্তন করা যাবে। কারণ, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী, এইসব তথ্যে পরিবর্তন করা যায় না। শিশুর নথিতে বাবা-মা বা অভিভাবকের  নাম-পদবির পরিবর্তনের জন্য কী কী নথি প্রয়োজন, নির্দেশে সেকথাও জানানো হয়েছে। নির্ধারিত ফরম্যাটে শিশুর বাবা-মা বা আইনি অভিভাবককে আবেদন জানাতে হবে। অথবা শিশুটির সঙ্গে সম্পর্কিত প্রাপ্তবয়স্ক কেউ এই আবেদন করতে পারেন। প্রথম শ্রেণির বিচারকের কাছে পেশ করা হলফনামা, পরিবর্তিত নাম রয়েছে, এমন প্রায়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যেমন, স্কুলে ভর্তির বা ট্রান্সফার সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, আধার কার্ড প্রভৃতি। সর্বভারতীয় বা আঞ্চলিক কাগজে নাম পরিবর্তনের পাবলিক নোটিসও দিতে হবে। জমা দিতে হবে শিশুর বার্থ সার্টিফিকেটের প্রতিলিপিও। 

    বাচ্চার জন্মের নথিপত্রে বাবা-মায়ের নামের পরিবর্তনের জন্য বলা হয়েছে, প্রথমত, বানান বা টাইপিং সংক্রান্ত ভুলক্রটির সংশোধন করা সম্ভব। গেজেট নোটিশ দিয়ে বাবা-মায়ের নাম পরিবর্তন করা সম্ভব। বাবা-মায়ের আবেদন, প্রথম শ্রেণির বিচারকের কাছে পেশ করা নাম পরিবর্তনের যুক্তিগ্রাহ্য কারণ দেওয়া হলফনামা, আধার, ভোটার, প্যান বা পাসপোর্ট, বিয়ের সার্টিফিকেট, বাচ্চার বার্থ সার্টিফিকেটের প্রতিলিপি, গেজেট নোটিস ইত্যাদি  তথ্য জমা দিতে হবে।
  • Link to this news (বর্তমান)