নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষিক্তা থেকে সাঁফুইপাড়া মোড় পর্যন্ত নেই শৌচালয়। ই এম বাইপাস কানেক্টরের অভিষিক্তা বা কালিকাপুর মোড়ে রয়েছে কবি সুকান্ত মেট্রো স্টেশনও। আগামী দিনে গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো পুরোপুরি চালু হয়ে গেলে যাত্রীদের চাপ বাড়বে। তাই অভিষিক্তা মোড়ে শৌচালয় তৈরির দাবি উঠেছে। স্থানীয় এক দোকানদারের কথায়, এখানে সত্যিই সমস্যা হয়। প্রস্রাব পেলে কিংবা প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে সমস্যা হয়। মহিলারাও দোকান সামলান। তাঁদের সমস্যা আরও বেশি। এখানে একটা টয়লেট বানানো খুব দরকার।
সম্প্রতি, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে নিত্যযাত্রীদের সেই সমস্যার কথা কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তুলে ধরেন ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অরিজিৎ দাস ঠাকুর। তিনি বলেন, একদিকে মেট্রো স্টেশন, অন্যদিকে অভিষিক্তা মোড়ে সৌন্দর্যায়নের জেরে সেখানে মানুষের আনাগোনা বেড়েছে। কিন্তু, একটিও শৌচালয় নেই সেখানে। সেটা বানানো খুব জরুরি। তাই তিনি অভিষিক্তা মোড়ে পার্শ্ববর্তী কালিকাপুর ক্যানাল রোডে একটি সুলভ শৌচাগার তৈরির দাবি তোলেন। পুর কর্তৃপক্ষের তরফে বস্তি বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার এই প্রসঙ্গে বলেন, শহরে জমির অভাব রয়েছে। তবুও, বাইপাসের উপর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি নতুন সুলভ শৌচাগার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিষিক্তা মোড়ে জমি পাওয়া গেলে সেখানেও একটি তৈরি করা যেতে পারে। তিনি আধিকারিকদের জায়গাটি পরিদর্শনের নির্দেশও দেন।