নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: লক্ষাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগে এক ব্যাঙ্ককর্মীকে গ্রেপ্তার করল নারায়ণপুর থানার পুলিস। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সুমিত সাহা। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের কর্মী। গ্রাহকদের কাছ থেকে সুমিত ঋণের টাকা বাবদ ১ লক্ষ ৩৬ হাজার ৮৭২ টাকা আদায় করেছিলেন। কিন্তু, সেই টাকা তিনি ব্যাঙ্কে জমা করেননি। ব্যাঙ্কের তরফেই গত ২৬ এপ্রিল নারায়ণপুর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।