• ‘বাঙালিদের শেষ করতে চাইছে বিজেপি’, এনআরসি ‘আতঙ্কে’ কলকাতায় বৃদ্ধের ‘আত্মহত্যা’য় ফুঁসে উঠল তৃণমূল
    প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এনআরসি আতঙ্ক খাস কলকাতায় ‘আত্মহত্যা’র ঘটনায় ফুঁসে উঠল তৃণমূল। সোশাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে সুর চড়াল বাংলার শাসকদল। তৃণমূলের দাবি, বাঙালিদের শেষ করতে চাইছে বিজেপি।

    ঘটনার সূত্রপাত রবিবার সকালে। ঘর থেকে উদ্ধার হয় রিজেন্ট পার্ক এলাকার অনন্দপল্লি পশ্চিমের বাসিন্দা দিলীপ সাহার ঝুলন্ত দেহ। এরপরই পরিবারের সদস্যরা দাবি করেন, কয়েক মাস ধরে এনআরসি আতঙ্কে ভুগছিলেন দিলীপ। তিনি নাকি ভাবতেন, এনআরসি হলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। গত ৭ দিন ধরে আতঙ্কে বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেন তিনি। ঘরে বসে থাকতেন, টিভি দেখতেন। এরপরই উদ্ধার হল দেহ। পরিবারের দাবি, এনআরসি আতঙ্কেই আত্মহত্যা।
  • Link to this news (প্রতিদিন)