• স্বামীর পরকীয়া সম্পর্ক নিয়ে তুমুল বিবাদ, ঘর থেকে উদ্ধার স্ত্রীর ঝুলন্ত দেহ
    প্রতিদিন | ০৪ আগস্ট ২০২৫
  • গোবিন্দ রায়, বসিরহাট: স্বামীর পরকীয়া সম্পর্ক আছে সন্দেহে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল বলে অভিযোগ। ঘর থেকে মিলল স্ত্রীর গলায় ফাঁস লাগানো মৃতদেহ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জে। মৃত ওই তরুণীর নাম মৌসুমী সর্দার(২৬)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খুন নাকি আত্মহত্যা? সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

    হিঙ্গলগঞ্জ থানার কালুতলা গ্রাম পঞ্চায়েতের পার ঘুমটি এলাকার বাসিন্দা রাহুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল মৌসুমী সর্দারের। প্রথম দিকে সব কিছুই ঠিক ছিল। রাহুল অন্য একটি পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছে বলে অভিযোগ ওঠে। সেই বিষয়ে সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই মনোমালিন্য, বিবাদ হত বলে মৌসুমীর বাপেরবাড়ির তরফে অভিযোগ ওঠে। যদিও ওই পরকীয়া সম্পর্ক থেকে রাহুল বেরিয়ে আসেননি বলে অভিযোগ।

    আজ, রবিবার শ্বশুরবাড়িতেই মৌসুমীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ পাওয়া যায়। খবর দেওয়া হয় বাপেরবাড়ির লোকজনকে। ঘটনা জানাজানি হতেই ওই বধূকে উদ্ধার করে হিঙ্গলগঞ্জের স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হিঙ্গলগঞ্জ থানায়। পুলিশ অকুস্থল ও হাসপাতালে গিয়ে ঘটনার তদন্ত শুরু করে। মৃতার বাপেরবাড়ির তরফে ঘটনার জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনকে দায়ী করা হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাটি ‘খুন’ কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। এদিন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
  • Link to this news (প্রতিদিন)