• ফের রাজনৈতিক বিতর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র
    দৈনিক স্টেটসম্যান | ০৪ আগস্ট ২০২৫
  • ফের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কল্যাণের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মহুয়া। তাঁর বিরুদ্ধে কড়া শব্দ প্রয়োগ করে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন মহুয়া। শনিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় মহুয়া নিজেই কল্যাণের নাম উল্লেখ করে এই আক্রমণ করেন। তিনি বলেন, ‘শুয়োরদের সঙ্গে আমি কুস্তি করতে পারব না।’

    ওই সংবাদ মাধ্যমের সঞ্চালিকা মহুয়াকে প্রশ্ন করেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কেন হস্তক্ষেপ করছেন না? সেই প্রশ্নের জবাবে মহুয়া নিজের তীক্ষ্ণ বাকচাতুর্যের মধ্যে দিয়ে বলেন, মমতা নিজেও এসব ‘সমস্যাজনক’ সহকর্মীদের নিয়ে দীর্ঘ সময় ধরে চলেছেন। সময় এলে তিনি নিজেই পদক্ষেপ নেবেন।

    যদিও মহুয়ার এই আক্রমণ নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনও প্রতিক্রিয়া জানাননি। গোটা ঘটনাটি তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। তাঁদের নির্দেশমতো কাজ করবেন বলে নিজের অবস্থান বোঝান কল্যাণ। এদিকে এই বিতর্কের মাঝে সোমবার দলের সমস্ত সাংসদকে ভার্চুয়াল বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। সেখানে মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় –  দু’জনেরই হাজির থাকার কথা রয়েছে। আর সেটা না নিয়েই নতুন আশঙ্কা তৈরি হয়েছে। সেই বৈঠকে তৃণমূলের দুই সাংসদ কলহে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)