• ওপারে কুখ্যাত দুষ্কৃতী, ‘সাধুবেশে’ তেহট্টে বাস, এসটিএফের জালে বাংলাদেশের ‘ত্রাস’
    প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: ওপার বাংলার দুষ্কৃতী! পশ্চিমবঙ্গে এসে সাধুর বেশে আত্মগোপন! এসটিএফের অভিযানে নদিয়ার তেহট্টে গ্রেপ্তার বাংলাদেশি দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় এসটিএফ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তেহট্টজুড়ে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসেম মল্লিক ওরফে হাসেম আলি মল্লিক। বয়স ৬০। বঙ্গ পুলিশের এসটিএফের এসআই মহম্মদ আবদুন নূর চৌধুরী একটি অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে তদন্ত শুরু হয়। সূত্র মারফত জানা যায়, বাংলাদেশে জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত মহম্মদ হাসেম ভুয়ো ভারতীয় পরিচয় তৈরি করে তেহট্ট বালিউরা পূর্ব পাড়ায় আত্মগোপন করে আছে। সেই খবর পেয়েই স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালায় এসটিএফ। গ্রেপ্তার করা হয় বাংলাদেশি বৃদ্ধকে।

    পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের কাছে ভারতীয় পরিচয় চাওয়া হলে সে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত বৃদ্ধ স্বীকার করেছে, বাংলাদেশে অপরাধের পর মামলা থেকে বাঁচতে ভারতে পালিয়ে আসে। এবং সে জাল নথি তৈরি করেছেন বলেও তিনি স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। আজ, তেহট্ট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়েছে এসটিএফ।

    বাংলাদেশি কী করে ভারতে এলেন? জাল পরিচয়পত্র বা কোথা থেকে তৈরি করলেন? তিনি একাই এদেশে এসেছেন না কি, অন্য কেউ যুক্ত আছে? ভারতে নাশকতার কোনও ছক ছিল কিনা? সবদিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফরেন অ্যাক্ট ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)