• আবাসের ঘর তৈরি নিয়ে বিবাদ! বজবজে কাকার হাতে ‘খুন’ ভাইপো
    প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ঘর তৈরি করার জায়গা নিয়ে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে! শনিবার ছাদ ঢালাইকে কেন্দ্র করে কাকা-ভাইপোর পরিবারের মধ্যে বিবাদ আরও বাড়ে বলে অভিযোগ। সেই ঘটনার সূত্র ধরে কাকার হাতে ভাইপো ‘খুন’ হলেন। রবিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বজবজের জামালপুরে। মৃতের নাম দেবাশিস খাঁ (৩৬)। অভিযুক্ত কাকা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মৃতের পরিবারের সূত্রে খবর, দেবাশিস খাঁ ও কাকা মানিক খাঁ একই বাড়িতে শুরুতে থাকছিলেন। স্থান সঙ্কুলানের জন্য বাংলা আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন দেবাশিস। সেই আবেদন মঞ্জুরও হয়ে যায়। কাকার বাড়ির পাশের জমিতেই সেই ঘর তৈরির কাজ শুরু হয়। তখন থেকেই কাকার পরিবারের সঙ্গে দেবাশিসের বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদের মধ্যেই আবাসের টাকায় ঘর তৈরির কাজ চলছিল বলে খবর। শনিবার ছাদ ঢালাই ছিল। সেই ছাদ ঢালাই নিয়ে কাকা-ভাইপোর মধ্যে তুমুল বচসা হয়েছিল বলে অভিযোগ। ছাদের কার্নিশ বেড়ে কাকাদের দিকে চলে এসেছিল বলে শাসিয়েছিল কাকা ও তার পরিবারের সদস্যরা!

    আজ, রবিবার ফের সেই বিবাদ শুরু হয় বলে অভিযোগ। এদিন সকালে দেবাশিস ছাদে উঠে জল দিচ্ছিলেন। অভিযোগ, পিছন থেকে কাকা মানিক ও তার ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে আঘাত করে। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দেবাশিস। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বজবজ থানায় মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে মানিক ও তার ছেলে আশিসকে গ্রেপ্তার করেছে। মানিকের স্ত্রী কানন খাঁ নীচে দাঁড়িয়ে দেবাশিসকে খুনে মদত দিচ্ছিল বলে অভিযোগ। ঘটনার পর থেকে সে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)