• বর্ষায় ভিজে ঘরের দেওয়াল, বাঁকুড়ায় মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু একরত্তির
    প্রতিদিন | ০৩ আগস্ট ২০২৫
  • দেবব্রত দাস, পাত্রসায়র: বাড়ির উঠোনে খেলা করছিল একরত্তি। সেসময় বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার উপর। ঘটনাস্থলেই মারা গেল আড়াই বছরের ওই একরত্তি শিশু। আজ, রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানার বীরসিংহ গ্রামে। মৃত ওই শিশুকন্যার নাম কিরণ লোহার। প্রশাসনের তরফে ওই শিশুর পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

    বীরসিংহ গ্রামের ডাঙাপাড়া এলাকায় অ্যাডবেস্টরের ছাউনি দেওয়া মাটির বাড়িতে সপরিবারে থাকেন পেশায় দিনমজুর বিশ্বনাথ লোহার। গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বাঁকুড়াতে। মাটির দেওয়াল ভিজে রয়েছে। বিশ্বনাথের দুই মেয়ের মধ্যে ছোট কন্যা হল কিরণ। এদিন সকালে বাড়ির সরু উঠোনেই খেলা করছিল ওই শিশু। হঠাৎ করেই ঘরের একাংশের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তার উপর। ঘটনা দেখেই দ্রুত মাটি সরিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

    ঘটনার খবর পেয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত স্বাস্থ্যকেন্দ্রে যান। মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসনের তরফ থেকেও ঘটনার খোঁজখবর নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে ২ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে বলে খবর। ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে তিন লক্ষ টাকা সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা সুব্রত দত্ত। শিশুমৃত্যুর ঘটনায় গ্রামে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)