• নতুন স্লোগান তৃণমূল মহিলা ব্রিগেডের
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৫
  • ‘মহিলাদের শক্তির মূল, দিদির তৈরি তৃণমূল’- জেলায় জেলায় এই স্লোগান তুলে মহিলাদের নিয়ে বিশেষ সভা করবে তৃণমূল কংগ্রেস। আগামী ১০ অগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভার উদ্দেশ্য— মূলত বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আমজনতাকে সংঘবদ্ধ করা। দলীয় সূত্রে খবর, ৩৫টি সাংগঠনিক জেলায় এই কর্মসূচি নিয়েছে তৃণমূল। প্রথমে ‘দিদি মহিলাদের সঙ্গে, মহিলাদের পাশে’ এই প্রচারপত্র নিয়ে বুথে বুথে বিলি করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের সিদ্ধান্ত আগেই নিয়েছিল তৃণমূল, এবার তারই বাস্তবায়নের পালা।

    ইতিমধ্যেই এই বিষয়ে মহিলা সংগঠনের নেত্রীরা সভা করেছেন। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া দিয়ে শুরু হবে এই রাজনৈতিক কর্মসূচি। গোটা দেশে নারীর ক্ষমতায়নে ‘এগিয়ে বাংলা’। রাজ্যের ক্ষমতায় নারীশক্তি থেকে শুরু করে সংসদে রেকর্ড সংখ্যক মহিলা জনপ্রতিনিধির উপস্থিতিও। এমতাবস্থায়, মহিলা ভোট এই রাজ্যে বড় ফ্যাক্টর, যার রাশ তৃণমূলের হাতেই। তাই নয়া এই স্লোগান নিয়েই ময়দানে নামতে চলেছে তৃণমূল। লক্ষ্য, পুরোদস্তুর বিধানসভা ভোটের প্রস্তুতি।

    উল্লেখ্য, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর পিছনে একটা বড় অবদান হল মহিলা ভোট। বারংবার তৃণমূল কংগ্রেসের মহিলা ভোটে ভাঙন ধরানোর চেষ্টা করেছে বিরোধীরা। কিন্তু সফল হয়নি তারা। বিধানসভা ভোটের আগে হাতে সময় মাত্র আট মাস। মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসকদল। আর সেই কারণেই এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানাভাবে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে দল।

    রাজনৈতিক মহলের মতে, ‘মহিলাদের পাশেই আছি’— এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসকদল। দলের এই কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বাংলায় নারী ক্ষমতায়ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনবদ্য ভূমিকা নিয়েছেন। তাঁর সেই ভূমিকার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এই কর্মসূচি পালন করব। পাশাপাশি রাজ্য এবং জাতীয় স্তরের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কেও মহিলাদের অবগত করা হবে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)