• মুম্বইয়ে আটক বাংলার শ্রমিক উদ্ধারে উদ্যোগী অভিষেক
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৫
  • বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁদের উদ্ধারে তৎপর হলেন তিনি। উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রায় বেশ কয়েকজন বাঙালি পরিযায়ী শ্রমিককে আটক করে রাখার ঘটনা প্রকাশ্যে আসে শুক্রবার। জানা গিয়েছে, আটকদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একজন শ্রমিকও। ওই এলাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অধীনে।

    খবর পেয়ে শনিবার তড়িঘড়ি মহারাষ্ট্রে প্রতিনিধি পাঠালেন সাংসদ অভিষেক। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিককে উদ্ধার করতে রাজ্যের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলকে নির্দেশ দিয়েছেন সাংসদ অভিষেক। এজন্য তড়িঘড়ি কাটা হয় বিমানের টিকিট। স্থানীয় তৃণমূল নেতা পলাশ মণ্ডলকে মুম্বই পাঠাচ্ছে তৃণমূল। তাঁর সঙ্গে যাচ্ছেন আরও তিন জন। অভিষেকের নির্দেশে শনিবার সন্ধ্যা ৭টার বিমানে কলকাতা থেকে রওনা হয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল নেতারা।

    একদিকে আটক শ্রমিককে উদ্ধারের জন্য যেমন তৃণমূলের দল যাচ্ছে মুম্বই, তেমন স্থানীয় স্তরের নেতৃত্বকেও বার্তা দেওয়া হয়েছে ওই শ্রমিক পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে। তাঁরা যাতে উৎকণ্ঠায় না থাকেন, সেই ভরসা দিতে হবে। এর আগে যেখানে যেখানে পরিযায়ীরা আটক হয়েছেন, সেখান থেকে তাঁদের উদ্ধার করতে প্রশাসনিক স্তরে কথা বলেছিলেন শাসকদলের সাংসদরা। কিন্তু এবার অকুস্থলে দূত পাঠাচ্ছেন অভিষেক।

    গত কয়েক মাস ধরে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করতে সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছিল নবান্ন এবং পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ড। বীরভূমের একদল পরিযায়ী শ্রমিকের জন্য গুজরাতের বডোদরা থানায় পৌঁছেছিলেন সেখানকার বাসিন্দা তথা বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিকের জন্য এবার বাংলা থেকেই নেতাদের পাঠাচ্ছেন অভিষেক।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)