• কবি সুভাষ থেকে বন্ধ মেট্রো, চালু শাটল বাস
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৫
  • সংস্কারের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন নয় মাস বন্ধ থাকার খবরে দুশ্চিন্তায় পড়েছিলেন যাত্রীরা। অতিরিক্ত সময় এবং টাকা খরচের কারণে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পৌঁছতেও বিপাকে পড়তে হচ্ছিল তাঁদের। সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছিলেন না। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরিবহন দপ্তর শহিদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাসের পরিষেবা শুরু করতে চলেছে। আগামী সোমবার থেকেই চালু হচ্ছে এই পরিষেবা।

    পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত কবি সুভাষ স্টেশন সংস্কারের কাজ চলবে এই শাটল বাস পরিষেবা চালু রাখা হবে। এই বাসের ভাড়া হবে ১০ টাকা। প্রতিটি বাসে ৩২টি করে আসন থাকবে। অফিস টাইম অর্থাৎ যখন যাত্রীদের ভিড় বেশি হয় সেই সময় মিলিয়ে দিনে দু’বার এই পরিষেবা মিলবে। সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই শাটল বাস চলবে। যাত্রীরা সরাসরি শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে পারবেন। যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনা করেই এই বিকল্প ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সংস্কারের জন্য দীর্ঘদিন এই স্টেশনে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে যাত্রীরা আগামী সোমবার থেকেই শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার ক্ষেত্রে শাটল বাস পরিষেবার মাধ্যমে সময় মতো স্টেশনে পৌঁছতে পারবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)