ফের সতর্কতা জারি উত্তরবঙ্গে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি রেখা সরাসরি প্রভাব ফেলবে বঙ্গের উত্তরে। এর জেরে উত্তরবঙ্গে টানা তিন দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তেমন পরিস্থিতিই থাকবে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে।
হাওয়া অফিসের খবর অনুযায়ী, রবিবার তুমুল বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবারও চলবে ভারী বৃষ্টি। একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তরের এই পাঁচ জেলায় মঙ্গলবার এবং বুধবারও ভারী বৃষ্টি হবে। একটানা বৃষ্টির জন্য পাহাড়ি জনজীবন বিপর্যস্ত হতে পারে। ধস নামতে পারে পাহাড়ের বিভিন্ন রাস্তায়। তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবারও বৃষ্টির দাপট একইভাবে বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নদীগুলি, যেমন – তিস্তা, তোর্সার জলস্তর বাড়তে পারে। নদী তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
অপরদিকে, দক্ষিণবঙ্গের আকাশ এখন মেঘলা থাকবে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারণে চাপা গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।