• সৎমায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ নাবালিকা
    দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৫
  • সৎমায়ের লাগাতার অত্যাচারে অতিষ্ঠ এক ১৪ বছরের নাবালিকা আশ্রয় চাইল পুলিশের কাছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানায় গিয়ে সৎমায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করল অষ্টম শ্রেণির ছাত্রী নাজিরা মোল্লা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে নাবালিকার সৎমা ও বাবাকে।

    ক্যানিংয়ের থুমকাঠি জুনিয়র হাইস্কুলের ছাত্রী নাজিরার অভিযোগ, ছোটবেলা থেকেই তার কাঁধে সংসারের দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে। পড়াশোনা, খেলাধুলোর বয়সে তাকে করতে হয় বাসন মাজা, ঘর মোছা, রান্নার প্রস্তুতি-সহ গৃহস্থালির যাবতীয় কাজ। তা সত্ত্বেও সৎমা মামনি মোল্লার রোষ থেকে রেহাই মেলে না।

    নাবালিকা পুলিশের কাছে জানিয়েছে, প্রায়শই তাকে মারধর করা হয়। সামান্য কিছুতেই গালিগালাজ, এমনকি বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। শুক্রবার রাতেও বেধড়ক মার খেতে হয় তাকে। ভয়, আতঙ্ক আর অসহ্য মানসিক যন্ত্রণায় স্কুল থেকে ফিরে সে আর বাড়ি না গিয়ে সরাসরি হাজির হয় ক্যানিং থানায়।

    পুলিশ সূত্রে খবর, নাজিরার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তার বাবা ও সৎমাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি মেয়েটির মানসিক পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়েছেন পুলিশ আধিকারিকেরা। নাবালিকার মানসিক অবস্থার কথা মাথায় রেখে আপাতত ক্যানিং থানার তরফে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

    নাবালিকার নিরাপত্তা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চলেছে বলে জানা গিয়েছে। প্রয়োজনে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সহযোগিতা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে পুলিশ। এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। এক প্রতিবেশী বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়েটাকে পরের মতো খাটানো হত। আজ সে সাহস করে থানায় গিয়েছে, এটা ভালো হয়েছে। প্রশাসনের উচিত ওর পাশে দাঁড়ানো।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)