প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকার ফল প্রকাশ ৯ আগস্ট
দৈনিক স্টেটসম্যান | ০৩ আগস্ট ২০২৫
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বোর্ড জানিয়েছে, আগামী ৯ আগস্ট প্রকাশিত হবে প্রবেশিকার মেধাতালিকা। তারপরই শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
গত ২১ ও ২২ জুন অনুষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সির স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা। তবে ওবিসি সংরক্ষণ নীতিকে ঘিরে উদ্ভূত জটিলতার কারণে ফলপ্রকাশ অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। পরীক্ষার্থীদের জাতিগত পরিচয়ের তথ্য যাচাইয়ের জন্য ৩ আগস্ট থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে পোর্টালে আপলোডের জন্য।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ভর্তি প্রক্রিয়া নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল ছাত্র সংগঠন এসএফআই। ফলপ্রকাশের দাবিতে তারা বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করে। প্রবেশিকার ফলপ্রকাশের দিন ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেও আন্দোলন থামছে না বলে জানিয়েছে ওই সংগঠন। এক এসএফআই নেতা বলেন, ‘এটা আমাদের আন্দোলনের আংশিক সাফল্য। স্নাতকোত্তরে ভর্তি শুরু না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব।’
এদিকে, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ৭ আগস্ট প্রকাশ পেতে চলেছে সরকারি এবং সরকার পোষিত কলেজগুলির জন্য অভিন্ন পোর্টালের প্রাথমিক মেধাতালিকা। ৮ আগস্ট থেকে স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়াও শুরু হচ্ছে বলে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। মেধাতালিকা প্রকাশ ও ভর্তির যাবতীয় প্রক্রিয়া শেষ করে আগামী ১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর নির্দেশও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা প্রক্রিয়া নিয়ে নানা বিতর্ক এবং প্রশাসনিক বিলম্বের প্রেক্ষিতে এই ফলপ্রকাশের দিন ঘোষণা শিক্ষার্থীদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।