শ্রাবণী মেলায় ভক্তদের ভিড়, তৈরি আরও একটি অস্থায়ী টিকিট কাউন্টার
বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: আজ, রবিবার তৃতীয় সপ্তাহে ময়নাগুড়ির শ্রাবণী মেলায় বাড়ানো হল পুলিস ফোর্স। পাশাপাশি, মেলার মাঠ থেকে টিকিট কেটে ফুটব্রিজ যাওয়ার রাস্তায় সোজা যে ব্যারিকেডটি ছিল সেটিরও পরিবর্তন করা হয়। বাঁশ দিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। এর ফলে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি হওয়ার আশঙ্কা কম থাকবে বলে মনে করছে প্রশাসন। পাশাপাশি অস্থায়ী যে লাইটগুলি বাঁশের খুঁটিতে রাখা হয়েছিল সেগুলিও সেখান থেকে খুলে বৈদ্যুতিক পোলে উঁচু করে লাগানো হয়েছে। এর ফলে অনেকটা জায়গা আলোকিত হবে। পাশাপাশি স্কাইওয়াক, টিকিট কাউন্টার এবং ফুট ব্রিজে প্রথম, দ্বিতীয় সপ্তাহের থেকে তৃতীয় সপ্তাহের শ্রাবণী মেলায় বেশি ফোর্স রাখা হচ্ছে। জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। এদিন সকাল থেকে ব্যারিকেড তৈরির কাজ জোরকদমে চলছে। বৃষ্টি উপেক্ষা করেই জল্পেশ মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। মানুষের ভিড় চোখে পড়ে তিস্তা নদীর ঘাটেও। জল্পেশ মন্দিরে তৃতীয় সপ্তাহের শ্রাবণী মেলায় প্রচুর ভিড় হতে পারে বলে দাবি করেছিল মন্দির কর্তৃপক্ষ। মূলত সেই কারণেই আরও একটি অস্থায়ী টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। এটি তৈরি হয়েছে অতিথি নিবাসের সামনে। মন্দির কমিটির সম্পাদক গীরেন্দ্রনাথ দেব বলেন, দ্বিতীয় সপ্তাহের শ্রাবণী মেলায় ব্যাপক ভিড় হয়েছিল। তৃতীয় সপ্তাহের মেলাতেও বৃষ্টি উপেক্ষা করে আজ সকাল থেকেই প্রচুর ভক্তরা আসছেন। ব্যাপক ভিড় হচ্ছে। আমাদের অনুমান, তৃতীয় সপ্তাহের রবিবার থেকে আগামী সোমবার পর্যন্ত যে ভিড় হবে সেটি দ্বিতীয় সপ্তাহের রেকর্ডও ভেঙে দেবে। সে কারণেই আরও একটি টিকিট কাউন্টার তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।