নবান্ন অভিযানে সব রাজনৈতিক দলকে আহ্বান RG করের নির্যাতিতার মা-বাবার, ব্রাত্য TMC
আজ তক | ০৩ আগস্ট ২০২৫
গত বছর ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। হাসপাতালে ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। আর জি কর কাণ্ডের মর্মান্তিক ঘটনার এক বছর পেরতে চলল। অভিশপ্ত দিনকে স্মরণে রেখে আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের মা-বাবা। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই (CBI) তদন্ত করেও বিচার মেলেনি, এই দাবিতে আগামী শনিবার (৯ অগাস্ট) নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে গত শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের দফতরে গিয়ে অভিযানে সামিল হওয়ার আহ্বান জানান নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। তবে এই তালিকায় নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাউকে আমন্ত্রণ জানাবেন না বলেও জানিয়েছে নির্যাতিতার পরিবার।
নির্যাতিতার বাবা-মা সল্টলেকে বিজেপির দফতরে যান। বিজেপি নেতৃত্বকে 'অরাজনৈতিক' নবান্ন অভিযানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে আসেন। পাশাপাশি এসইউসিআই-সহ বাকি রাজনৈতিক দলগুলিকেও তাঁরা আহ্বান জানিয়েছেন। নির্যাতিতার বাবা জানিয়েছেন, 'সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সকলেই আসবেন বলে জানিয়েছেন।'উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, এই নবান্ন অভিযান হবে দলীয় পতাকা ছাড়া। বিজেপির নেতা-কর্মীরা পতাকা ছাড়াই ওই অভিযানে অংশ নেবেন। নাগরিক সমাজের ছাতার তলায় এই কর্মসূচি হবে।
প্রসঙ্গত, গত মাসেই নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা কৌস্তভ বাগচী। সেইসময়েই শুভেন্দু অধিকারীরর পাশে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা বলেছিলেন, 'ন্যায় বিচার পাইনি। প্রতিবাদ জানাতে এবং বিচার ছিনিয়ে নিতে আগামী ৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিচ্ছি।' একইসঙ্গে ফের ১৪ অগাস্ট রাত দখলেরও আহ্বান জানিয়েছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবা বলেছেন, 'শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মস্থলে আমার মেয়ের নির্মম পরিণতি হয়েছে। এর দায় সরকার কখনোই এড়াতে পারে না। আগামী ৯ আগস্ট সেই ঘটনার এক বছর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ন্যায় বিচার পাইনি। একই সঙ্গে আদালতে রাজ্য সরকারের যে ভূমিকা আছে, তার প্রতিবাদে ও ন্যায়বিচার ছিনিয়ে আনতে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সমস্ত রাজ্যবাসীকে আমরা উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। গত ১৪ অগাস্ট কোটি কোটি মানুষ রাত দখলে নেমেছিলেন। আমি বলব, সমাজকে পরিবর্তন করতে আবার আগামী ১৪ অগাস্ট মানুষ যেন পুনরায় রাত দখলে রাস্তায় নামেন। সরকারকে বুঝিয়ে দিতে হবে অন্যায় করছে। সরকারের উপর চাপ না রাখলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।'