• বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র কারবারি
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার হল এক অস্ত্র কারবারি। শেখর সাউ নামের ওই কারবারিকে শুক্রবার বারাকপুরের বাসুদেবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি সেভেন এমএম পিস্তল ও চারটি ম্যাগাজিন। ধৃতকে শনিবার বিধাননগর আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। কয়েকদিন আগে এসটিএফের অফিসারদের কাছে খবর আসে, বাসুদেবপুর এলাকায় এক ব্যক্তি বেআইনি অস্ত্রের কারবার করছে। তার কাছে বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আসছে। সে সেইসব অস্ত্র ১৫-২০ হাজার টাকায় বিক্রি করছে উত্তর ২৪ পরগনার দুষ্কৃতীদের। ওই সূত্র ধরেই খোঁজ শুরু হয় অভিযুক্তের। জানা যায়, শুক্রবার রাতে সে বেআইনি আগ্নেয়াস্ত্র এক দুষ্কৃতীকে পৌঁছে দিতে যাবে। সেখানে পৌঁছে যান তদন্তকারী অফিসাররা। বাসুদেবপুর থানা এলাকায় আসতেই তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার ব্যাগ থেকে মেলে বেআইনি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন। ধৃত জেরায় জানিয়েছে, বছর দশেক ধরে সে এই কারবার করছে। তার একাধিক ‘এজেন্ট’ রয়েছে। যারা নাইন এমএম বা সেভেন এমএম পিস্তল বিহার থেকে নিয়ে আসে। সেগুলি মজুত থাকে তার বাড়িতেই। শেখরের সঙ্গে উত্তর ২৪ পরগনার একাধিক দুষ্কৃতীর যোগ রয়েছে। তারাই এই আগ্নেয়াস্ত্র কিনে নিয়ে যায়। অভিযুক্ত তদন্তকারীদের জানিয়েছে, বিহারের বিভিন্ন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। বরাত পেলে সেখানে ফোন করে বলে অর্ডার দিতে হয়। তারপর তার এজেন্টরা ওখান থেকে তা নিয়ে আসে। বিহারে কোন কোন দুষ্কৃতীর কাছ থেকে সে আগ্নেয়াস্ত্র কিনত ওকার কার সঙ্গে তার যোগাযোগ, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)