• মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য বনগাঁয়
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: শুক্রবার সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় এক ছাত্রের দেহ উদ্ধার করা হয়। বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম রজনীশ মণ্ডল (১৪)। শনিবার ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এই ছাত্র ক্লাসে প্রথম হতো। এই মেধাবী ছাত্রের এমন মৃত্যুতে শোকস্তব্ধ তার সহপাঠী থেকে শিক্ষক ও এলাকাবাসীরা। স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু বিশ্বাস বলেন, খুবই দুঃখজনক ঘটনা। 

    বনগাঁ থানা এলাকার জোকা গ্রামের বাসিন্দা ছিল রজনীশ। ছোটবেলায় মাকে হারিয়েছে। দিদি ভিন রাজ্যে বেসরকারি সংস্থায় চাকরি করেন। বাবা কেশব মণ্ডল হোমিওপ্যাথি চিকিৎসক। শুক্রবার পরীক্ষার আগে ঘরে পড়াশুনা করছিল রজনীশ। কিছুক্ষণ পর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পুলিসের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের পক্ষ থেকে তার উপর পড়াশোনার যথেষ্ট চাপ ছিল। পড়াশোনার জন্যই বন্ধুদের সঙ্গে সেভাবে মিশতে দেওয়া হতো না তাঁকে, একপ্রকার গৃহবন্দি হয়ে থাকতে হতো। সূত্রের দাবি, স্কুলে এসে সহপাঠী ও শিক্ষকদের এসব কথা বলত রজনীশ। তার দিদি তুতুনরোজি মণ্ডল বলেন, আমি কর্মসূত্রে বাইরে থাকি। বাবা আর ভাই বাড়িতে থাকত। কী কারণে ভাই আত্মহত্যা করল, সেটা বুঝতে 

    পারছি না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)