• মানিকতলায় ভাঙল পুরনো বাড়ি, ২ শিশু সহ জখম ৫
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মানিকতলা মেইন রোডের উপর পুরনো একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে শনিবার। ঘটনায় জখম পাঁচজন। তাদের মধ্যে দু’জন শিশু। সবাইকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত এক বৃদ্ধা মানিকতলা ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

    শনিবার সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বাড়িটি এই এলাকার প্রাক্তন কাউন্সিলার প্রণব বসুর বাসস্থান। একটি অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অন্য অংশে প্রণববাবুর আত্মীয়রা থাকেন। পরিত্যক্ত অংশটি এদিন ভেঙে পাশের বাড়িতে গিয়ে পড়ে। স্থানীয়দের বক্তব্য, বৃষ্টির ফলে বাড়ির পরিত্যক্ত অংশটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙেছে। ধ্বংসস্তূপে আটকে ছিল ২ শিশু সহ পাঁচজন। শিশুদের একজনের বয়স ছ’বছর। অন্যজনের ১০। উদ্ধারকাজ করতে ঘটনাস্থলে যায় মানিকতলা থানা। যান কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের আধিকারিকরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)