• বাসুদেবপুরে লুটের ঘটনায় পুলিসের জালে আরও দুই
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজাপুর থানার ঘরভাঙা বাসদেবপুরে লুটপাটের ঘটনায় শুক্রবার রাতে আরও দুই অভিযু্ক্তকে গ্রেপ্তার করল রাজাপুর থানার পুলিস। ধৃতেরা হল পাঁচলা থানার সাহাপুরের বাসিন্দা উদয় নস্কর এবং বেলডুবির বাসিন্দা শেখ সাহিল। শনিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। গৃহকর্ত্রীর হাত-পা, মুখে বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে লুটপাটের এই ঘটনা ঘটে। তাতে ইতিমধ্যে রাজাপুর থানার পুলিস মূল অভিযুক্ত মাংস বিক্রেতা রতন প্রামাণিককে গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি পুলিস হেফাজতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিস আরও দু’জনকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, লুটপাটের ঘটনায় শুক্রবার আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে চুরি হওয়া স্কুটিও উদ্ধার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)