সংবাদদাতা, বনগাঁ: বাড়ির পাশের পুকুরে পড়ে গিয়ে মৃত্যু হল বছর এক শিশুর। মৃতের নাম ইভান সরকার (২)। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার টাকশালি গ্রামে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির পাশেই থাকে এক আত্মীয়। এদিন সেই আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় কোনওভাবে শিশুটি পুকুরে পড়ে যায়। তাকে জলে ভাসতে দেখে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ইভানের বাবা শোভন সরকার কর্মসূত্রে কলকাতায় থাকেন। মায়ের সঙ্গে বাগদায় মামাবাড়িতে থাকত সে। পাশেই এক আত্মীয়ের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল তাঁদের। শনিবার সকালে ওই বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মা মৌসুমি সরকার বলেন, ‘সকালে ছেলেকে খাইয়ে দিয়ে কলপাড়ে বাসন মাজতে গিয়েছিলাম। এসে দেখি ছেলে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে বলা হয়, মারা গিয়েছে ইভান’। মায়ের ধারণা, পাশেই তাঁর মাসতুতো দাদার বাড়ি। প্রতিদিন সেখানে যেত ছেলে। এদিন পাশেই একটি গাছ কাটা হচ্ছিল। তাকে পাশ কাটিয়ে যেতে গিয়েই সম্ভবত পুকুরে পড়ে গিয়েছে। দেহটি ময়নাতদন্তের পর বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে।