• বগটুই কাণ্ডের বিচারপর্ব বীরভূমে সম্ভব নয়: সিবিআই
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বগটুই কাণ্ডের বিচারপর্ব বীরভূমে স্বচ্ছভাবে চলা সম্ভব নয়। শনিবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সিবিআইয়ের আইনজীবী জানান, মামলার সাক্ষী ও অভিযুক্ত সবাই একই গ্রামের বাসিন্দা। আর অভিযুক্তদের প্রভাব রয়েছে গোটা জেলায়। সিবিআইয়ের দাবি, হাইওয়েতে গাড়ি আটকে তোলা আদায়ের মতো বেআইনি কার্যকলাপে লিপ্ত অভিযুক্তরা। এমনকী, সাক্ষীরা যখন আদালতে যান, তখন অভিযুক্ত পক্ষের সমর্থকরা আদালতের ভিতরে-বাইরে ভিড় জমিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি করেন। ফলে সাক্ষীরা মুখ খুলতে ভয় পাচ্ছেন। এই অবস্থায় ন্যায়বিচার যাতে বিঘ্নিত না হয়, তার জন্যই বগটুই মামলার শুনানি অন্যত্র সরানোর প্রয়োজন রয়েছে বলে দাবি করে সিবিআই। যদিও এদিন এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি হাইকোর্ট।
  • Link to this news (বর্তমান)