নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শনিবার খেলার পরে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়ার বাসিন্দা ওই কিশোরের নাম সৃজিত সাহা (১৭)। এপিসি কলেজ মাঠে ফুটবল খেলার পর পাশে বড় ঝিলে স্নান করতে নামে চার বন্ধু। সাঁতরে এপার-ওপার করে তারা। কিছুক্ষণ পরে অপর তিন বন্ধু খেয়াল করে যে, সৃজিতকে আর দেখা যাচ্ছে না। এরপর স্থানীয় বাসিন্দারা নিউ বারাকপুর থানায় খবর দেন। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঝিলে জাল ফেলে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় সৃজিতের দেহ উদ্ধার করেন।