• শহরের বনেদি পাড়ায় এক নিমেষেই সমাধান! শিবিরে খুশি এলাকাবাসী
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক পলকে পাড়ার সমস্যা সমাধান করার সরকারি উদ্যোগ কলকাতার বনেদি পাড়ায় সাড়া ফেলে দিল। রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শীর্ষক শিবির প্রথম দিন অনুষ্ঠিত হল ভবানীপুরে, কলকাতার ৭০ নম্বর ওয়ার্ডে। এলাকার বাসিন্দারা তাঁদের পরামর্শ, সমস্যার কথা তুলে ধরলেন শহরের মেয়রের সামনে। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলারও। সমস্যার কথা শোনার সঙ্গে সঙ্গে পুরসভার আধিকারিকদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন জনপ্রতিনিধিরা। 

    ভবানীপুর কলেজে শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছিলেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাও এই শিবির থেকে পাওয়া গিয়েছে। জয় বাংলা পেনশন স্কিম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের সুবিধা নিতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য শুনতে হাজির হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলার অসীম বসু সহ পুরসভার আধিকারিকরা। বিশপ লেফ্রয় রোডের বাসিন্দা অশোক ভগত এদিন বলেন, বাড়ির সামনে বেশ কয়েকটি রেস্তরাঁ ও সেন্ট্রাল কিচেনের জন্য সমস্যা হচ্ছে। বৃষ্টিতে নালা বন্ধ হয়ে যাচ্ছে। এর পাশাপাশি কাবাড়িওয়ালা নিয়েও সমস্যার কথা তুলে ধরেন তিনি। অভিযোগের কথা শুনে কাউন্সিলার সঙ্গে সঙ্গে ওই বাসিন্দার ফোন নম্বর নিয়ে নেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও উদ্যোগ নেন।

    আর এক বাসিন্দা কৃষ্ণচন্দ্র দাস শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে রোগী দেখানোর সমস্যার কথা বলেন। আনন্দ মাখানি মেয়র ফিরহাদ হাকিমকেই বলেন, শরত্ বোস রোডে বেশ কয়েকটি স্কুল। সেখানকার হকারদের দৌরাত্ম্যে স্কুল ছুটির সময় পড়ুয়ারা ফুটপাত ব্যবহার করতে পারছে না। মেয়র বলেন, তিন ফুটের ফুটপাতে হকার বসা উচিত নয়। তিনি আরও বলেন, হাতে হাতে সমাধান পাওয়ার উদ্দেশ্যেই সারা বাংলার সঙ্গে কলকাতাতেও এই উদ্যোগ শুরু হল। 

    এদিন ভবানীপুর ছাড়াও ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উল্টোডাঙা মার্কেট, ১০ নম্বর ওয়ার্ডে লাহা কলোনি ও ৪৮ নম্বর ওয়ার্ডে রিফিউজি হোমেও ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ অনুষ্ঠিত হয়েছে। 
  • Link to this news (বর্তমান)