• বিজেপি কর্মী খুন, সব জামিন মামলার একসঙ্গে শুনানি করতে চায় হাইকোর্ট
    বর্তমান | ০৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় দায়ের হওয়া সমস্ত জামিন মামলার একসঙ্গে শুনানি চায় হাইকোর্ট। ঘটনায় ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিধায়ক পরেশ পাল সহ তৃণমূলের দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ। সেই সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছেন পুলিসকর্মী রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ। শনিবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই দুই পুলিসকর্মীর জামিন সংক্রান্ত মামলার শুনানিতে সব ক’টি জামিন মামলার একসঙ্গে নিষ্পত্তির কথা জানিয়েছেন বিচারপতি। 

    এদিকে, সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও চার্জশিট ফাইল করতে সিবিআইয়ের কেন চার বছর লেগে গেল, তা নিয়ে এদিন ফের প্রশ্ন তুলেছেন দুই পুলিসকর্মীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সিবিআই বলে তারা যা ইচ্ছে করতে পারে না। অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর পাল্টা দাবি, আমরা সত্য উদ্ঘাটন করতে চাইছিলাম। তাই সময় লেগেছে। সবপক্ষের বক্তব্য শোনার পর আগামী সোমবার ফের শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। ওইদিন একসঙ্গে সব ক’টি জামিন মামলার নিষ্পত্তি করা হতে পারে। 
  • Link to this news (বর্তমান)